16/04/2024 : 6:03 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় শ্রমজীবী মানুষের লড়াইয়ে জোরদারের আহবান

আলেক শেখঃ করোনা আবহে শ্রমজীবী মানুষই সর্বদিক থেকে আক্রান্ত | তাই শ্রমজীবী মানুষের স্বার্থে দুনিয়ার মজদুরকে এক হতে হবে | দেড়শ বছর আগেকার এই আহবান আজও গুরুত্ব হারায়নি | সিআইটিইউ-এর পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে গত কাল এই আহবান জানান শ্রমিক নেতা অরুণাভ চক্রবর্তী | কালনা শহর এরিয়া কমিটি এলাকার সিআইটিইউ-এর উদ্যোগে মহাদেব মহাদেব ব্যানার্জি ভবনের নিচে অনুষ্ঠিত অনুষ্ঠানে– উপস্থিত ছিলেন স্বপন ব্যানার্জি, কেশব ঘোষ, তাপস দাস, সঞ্জিত মুখার্জি প্রমুখ | অনুষ্ঠানের শুরুতে মাল্যদান করেন নেতৃবৃন্দ | অরুণাভ চক্রবর্তী আরো বলেন– পুঁজিপতিরা শ্রমজীবী মানুষের শ্রম শোষণ করে পুঁজির পাহাড় জমায় | এই শোষণ অব্যাহত রাখতে শ্রমজীবী মানুষের ঐক্য ভাঙার চেষ্টা করে নানাভাবে | যাতে তাঁদের প্রতিবাদ করার ক্ষমতা দুর্বল হয়ে যায় | কেন্দ্র এবং রাজ্যে সেই পুঁজিবাদের সরকার ক্ষমতায় | তাই জাত-পাতের ইস্যু সামনে এনে শ্রমজীবী মানুষদের ঐক্যকে ভেঙে দিচ্ছে | এটা বুঝতে হবে আমাদের |

Related posts

কো-ভ্যাক্সিনের ট্রায়াল শুরু হলো রাজ্যের ১০০০ মানুষের মধ্যে

E Zero Point

বর্ধমান হাসপাতাল যাবার রাস্তায় জল, সমস‍্যায় রুগীসহ এলাকার মানুষ

E Zero Point

ছোট ভাইকে খুনের দায়ে দাদাদের যাবজ্জীবন

E Zero Point

মতামত দিন