13/09/2024 : 4:50 AM
রবিবারের আড্ডাসাহিত্য

জিরো পয়েন্ট রবিবারের আড্ডা ~ সুপর্ণা সেনগুপ্ত | রতন নস্কর | ডঃ সায়ন ভট্টাচার্য | মুহাম্মদ ইসমাইল | আব্দুল হিল শেখ

জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা

রবিবারের আড্ডা

————–৩১ মে ২০২০ রবিবার—————


|| ফিরে দেখা ||
“কিছু কিছু মানুষ থাকে যাদের সমাজে তেমন কোন সমস্যা থাকে না। তাঁরা নিজেই-নিজের সঙ্গে সম্পর্ক বিহীন মানুষদের সাথে অদ্ভূত সব সমস্যায় জড়িয়ে পড়ে। নিজেকে কিছুতেই অন্যের সমস্যা থেকে মুক্ত করতে পারে না। হাজার চেষ্টা করেও না।”
-সেখ আনসার আলি, জিরো পয়েন্ট-এর প্রতিষ্ঠাতা


কবিতাগুচ্ছ


নীড়হারা পাখি

✒  রতন নস্কর

ঝড় এলে শুনতে পাই মানুষের কান্না
চাই না ত্রিপল আর চাই কোন ত্রাণ না ।

নদী বাঁধ চাই বরং পোক্ত ও শক্ত
আর কত দেব প্রাণ? আর কত রক্ত!

বাবুরা কি শুনছেন? আমরা দ্বীপবাসী
বারো ঘর এক উঠোন থাকি পাশাপাশি ।

নদী নালা খাল বিলে কাটে বারোমাস
নোনা জল কেড়ে নেয় আমাদের গ্রাস ।

আঘাতে আঘাতে মন ক্ষত বিক্ষত
ভাঙনের সাথে ঘর জীবনের ব্রত ।

ভিটে হারা ক্ষেত হারা নীড় হারা পাখি
জীবন আঁধারে ঢাকা কাদা জল মাখি ।

সুনামি আয়লা আর বুলবুলের পরে
যা ছিল কেড়ে নিল আমপান ঝড়ে ।

দ্বীপবাসী বলে নেই জীবনের দাম
চারিদিকে হাহাকার জলে ভাসে গ্রাম ।

হারানোর ছবি ছাপে খবরের পাতা
আমরাই চিরদিনই বাবুদের ছাতা ।

এভাবেই কত দিন বল বেঁচে থাকা
প্রান্তিক জীবনে শুধু মেঘে ঢাকা ।

চাই বাঁধ চাই কাজ চাই কিছু খাদ্য
আমরা কি বারবার হেরে যেতে বাধ্য?

ভয়ে ভয়ে রোদ ওঠে বনানীর ফাঁকে
ভরা নদী নোনা জল ঈশারায় ডাকে ।♥


সংবাদ

✒  ডঃ সায়ন ভট্টাচার্য
আজই পেয়েছি তার চিঠি
শব্দহীন, অন্তহীন
সে বলেছে ভালো আছে
মনের চোখ দিয়ে দেখেছি ।
দেখা হয়নি বহু বছর,
হয়নি তার সাথে কথা,
তবু জানি কোথাও সে
আছে নিজের মতো ।
বলি তাকে, ভালো থেকো
নিজেকে ভালো রেখো ♥


ঈদের খুশি

✒  মুহাম্মদ ইসমাইল
আকাশের মুখ ভার ঠেলে
উঠেছে দেখো ঈদের চাঁদ
ফিকে  মুখে হাসি ঢেলে
ভাঙবে খুশির বাঁধ ।
নাই বা হলো নতুন সাজ
   মনটা রাঙাবো রঙে
গরীব দুখীর মুখে  হাসি
      পূর্ণ খুশি আনে।
কচিকাঁচার হৈ-হুল্লোড়
আনবে খুশির জোয়ার
গজল গানে দোয়া স্নানে
ভরবে  সবার   অন্তর।  ♥


আহ্বান

✒  আব্দুল হিল শেখ
যদি বলি বৈশাখী ঝড় তুলিয়াছো মননে
গাহিব ত্রাণের গান,
জ্যৈষ্ঠির শেষে বাদল বেলায়
সোঁদা গন্ধে করিবো আহ্বান।
আষাঢ়স্য প্রথম দিবসে যখন মিলিবে
নয়ন চোখাচোখি,
শ্রাবণ তব চাহিয়া রহিবে পথের ধারে
আলিঙ্গন মাখামাখি।
ভাদর আরো হইবে রসালো
তালপক্ক পরশ পেয়ে,
পশ্চাদে আশ্বিন আসিবে ধেয়ে
গা ঝাঁকা শিহরণ নিয়ে।
আকাশপানে গাহিবে গীতি
উত্তাল শারদীয়া বনানী,
শুভ্র কাশের একরাশ ছোঁয়ায়
বাজিবে আপ্লুত বাণী।
কার্তিক তুমি দেবতারূপে
ভুলাইবে ভুবন নারী,
গান গেয়ে তাই চসিবে চাষা
অঘ্রানের ধান্যে পাড়ি।
পৌষ এসে ডাকিবে কাছে
এসো সখী করি গলাগলি,
আমিতো মাঘ আসিবে না তুমি?
শৈত্য ঢালিবো তাড়াতাড়ি।
রূপেরও বাহারে ঝরিবে অনল
ফাগুনের শিখা হয়ে,
চৈত্র তুমি পেছনে কেন?
উপঢৌকন আনিও সয়ে সয়ে।
তুমি বিস্তৃত ঘূর্ণিপাকে ঘুরিবে
ঋতুর আবেশ মেখে,
ভালো আছি ভালো থেকো
অপূর্ব পরশ ফাঁকে।♥



e-জিরো পয়েন্ট – আষাঢ় মাসের মাসিক ই-ম্যাগাজিনে
বিষয় – আষাঢ়ে ভূতের আড্ডা
ভূত নিয়ে গল্প, ছড়া, কবিতা, ভাবনা, প্রবন্ধ, ভ্রমণ, ছবি।
লেখা পাঠানোর শেষ তারিখঃ ২০ শে জৈষ্ঠ্য ১৪২৭
লেখা পাঠাতে হলে ইমেল করুন
zeropointpublication@gmail.com
আমাদের মাসিক ই-ম্যাগাজিন প্রতি বাংলা মাসের ১ তারিখে প্রকাশ হয়।
সম্পাদকমন্ডলী দ্বারা নির্বাচিত লেখা প্রকাশ করা হবে।
লেখা অবশ্যই ই-মেলে টাইপ করে পাঠাতে হবে।


রবিবারের আড্ডায় লেখা পাঠাতে হলে zeropointpublication@gmail.com

ইমেইল এড্রেসে টাইপ করে পাঠান। অবশ্যই লেখাটি অপ্রকাশিত হতে হবে।
পাঠকের মতামত লেখক ও প্রকাশকের পাথেয়,
তাই অবশ্যই নীচের কমেন্ট বক্সে মন্তব্য করুন ও শেয়ার করুন

Related posts

হলদিয়ার গান্ধী আশ্রমে ছায়াঘেরা পাঠশালা

E Zero Point

বর্ষপূর্তিতে মেতে উঠল ‘খোলা জানালা’

E Zero Point

ফুটপাতের পানের দোকানে জন্ম নিলো একডজন উপন্যাস

E Zero Point

মতামত দিন