জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা
রবিবারের আড্ডা
————–৩১ মে ২০২০ রবিবার—————
|| ফিরে দেখা ||
“কিছু কিছু মানুষ থাকে যাদের সমাজে তেমন কোন সমস্যা থাকে না। তাঁরা নিজেই-নিজের সঙ্গে সম্পর্ক বিহীন মানুষদের সাথে অদ্ভূত সব সমস্যায় জড়িয়ে পড়ে। নিজেকে কিছুতেই অন্যের সমস্যা থেকে মুক্ত করতে পারে না। হাজার চেষ্টা করেও না।”
-সেখ আনসার আলি, জিরো পয়েন্ট-এর প্রতিষ্ঠাতা
কবিতাগুচ্ছ
নীড়হারা পাখি
রতন নস্কর
ঝড় এলে শুনতে পাই মানুষের কান্না
চাই না ত্রিপল আর চাই কোন ত্রাণ না ।
নদী বাঁধ চাই বরং পোক্ত ও শক্ত
আর কত দেব প্রাণ? আর কত রক্ত!
বাবুরা কি শুনছেন? আমরা দ্বীপবাসী
বারো ঘর এক উঠোন থাকি পাশাপাশি ।
নদী নালা খাল বিলে কাটে বারোমাস
নোনা জল কেড়ে নেয় আমাদের গ্রাস ।
আঘাতে আঘাতে মন ক্ষত বিক্ষত
ভাঙনের সাথে ঘর জীবনের ব্রত ।
ভিটে হারা ক্ষেত হারা নীড় হারা পাখি
জীবন আঁধারে ঢাকা কাদা জল মাখি ।
সুনামি আয়লা আর বুলবুলের পরে
যা ছিল কেড়ে নিল আমপান ঝড়ে ।
দ্বীপবাসী বলে নেই জীবনের দাম
চারিদিকে হাহাকার জলে ভাসে গ্রাম ।
হারানোর ছবি ছাপে খবরের পাতা
আমরাই চিরদিনই বাবুদের ছাতা ।
এভাবেই কত দিন বল বেঁচে থাকা
প্রান্তিক জীবনে শুধু মেঘে ঢাকা ।
চাই বাঁধ চাই কাজ চাই কিছু খাদ্য
আমরা কি বারবার হেরে যেতে বাধ্য?
ভয়ে ভয়ে রোদ ওঠে বনানীর ফাঁকে
ভরা নদী নোনা জল ঈশারায় ডাকে ।♥
সংবাদ
ডঃ সায়ন ভট্টাচার্য
ঈদের খুশি
মুহাম্মদ ইসমাইল
আহ্বান
আব্দুল হিল শেখ
e-জিরো পয়েন্ট – আষাঢ় মাসের মাসিক ই-ম্যাগাজিনে
বিষয় – আষাঢ়ে ভূতের আড্ডা
ভূত নিয়ে গল্প, ছড়া, কবিতা, ভাবনা, প্রবন্ধ, ভ্রমণ, ছবি।
লেখা পাঠানোর শেষ তারিখঃ ২০ শে জৈষ্ঠ্য ১৪২৭
লেখা পাঠাতে হলে ইমেল করুন
zeropointpublication@gmail.com
আমাদের মাসিক ই-ম্যাগাজিন প্রতি বাংলা মাসের ১ তারিখে প্রকাশ হয়।
সম্পাদকমন্ডলী দ্বারা নির্বাচিত লেখা প্রকাশ করা হবে।
লেখা অবশ্যই ই-মেলে টাইপ করে পাঠাতে হবে।
রবিবারের আড্ডায় লেখা পাঠাতে হলে zeropointpublication@gmail.com
ইমেইল এড্রেসে টাইপ করে পাঠান। অবশ্যই লেখাটি অপ্রকাশিত হতে হবে।
পাঠকের মতামত লেখক ও প্রকাশকের পাথেয়,
তাই অবশ্যই নীচের কমেন্ট বক্সে মন্তব্য করুন ও শেয়ার করুন