29/09/2023 : 12:04 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

সিপিআইএমে মোহভঙ্গ ৫ দিনেই, আবার তৃণমূলে

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ১০ এপ্রিল ২০২১:


ভাতারের বলগোনাই ৫ দিন আগে তৃণমূল ছেড়ে সিপিএমে যাওয়া ৬০টি পরিবার পুনরায় তৃণমূলে। রাজনৈতিক চর্চার তুঙ্গে। গত ৫ দিন আগে ভাতারের বলগোনা রেলস্টেশন পাড়ায় ৬০টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে সংযুক্ত মোর্চার প্রার্থী নজরুল হকের হাত ধরে সিপিআইএমের যোগদান করেছিলেন।

আজ তৃণমূল কংগ্রেসের প্রার্থী মান গোবিন্দ অধিকারী ভোটের প্রচার করতে গিয়েছিলেন বলগোনা রেলটেশন পাড়ায়। মান গোবিন্দ বাবুর হাত ধরে পুনরায় অভিমানিনী তৃণমূল পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। এই ঘটনায় খুশির হাওয়া তৃণমূল শিবিরে।

সিপিম এ যাওয়া তৃণমূল পরিবারগুলি জানায় তারা অভিমান করেই সিপিএমের যোগদান করেছিলেন। কিন্তু তাদের যা আশা-আকাঙ্ক্ষা তা মিটিয়ে দিবে বলে আশ্বাস দিয়েছেন তৃণমূল প্রার্থী মান গোবিন্দ অধিকারী। তাই তারা পুনরায় অভিমান ভুলে গে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আজ।

সব মিলিয়ে ভোটের সামনেই এই ঘটনা ঘটায় তৃণমূল শিবিরে খুশি হওয়া। মান গোবিন্দ বাবু জানান, ওদেরকে ভুল বোঝানো হয়েছিল। ভুল বুঝতে পেরে আমার দলে ফিরে এলো।

 

Related posts

তৃণমূল বিধায়ক শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে উপস্থিত, শুরু হয়েছে জল্পনা

E Zero Point

কেন্দ্রীয় জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল মেমারিতে

E Zero Point

পূর্বস্থলীতে গোয়ালে আগুন, মৃত্যু গরুর 

E Zero Point

মতামত দিন