17/04/2024 : 2:18 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গবাঁকুড়া

ঘুমন্ত অবস্থায় এক যুবককে থেতলে দিল দলছুট এক দাঁতাল

জিরো পয়েন্ট নিউজ – তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া, ১০ এপ্রিল ২০২১:


ভোর তিনটে নাগাদ বিষ্ণুপুর থানার রাধানগর বিটের দেজহাট গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক যুবকের মৃত ওই যুবকের নাম সুভাষ বাগদি বয়স ২২ বছর পেশায় রাজমিস্ত্রি স্থানীয় সূত্রে খবর এদিন ওই যুবক নিজের বাড়িতেই উঠানের ওপর শুয়েছিল। ঠিক ভোর তিনটে নাগাদ দুটি দলছুট হাতি স্থানীয় জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে , একটি হাতি দেজহাট গ্রামে ঢুকে পড়ে , এরপর ঘুমন্ত ওই যুবককে একটি দাঁতাল হাতি এসে প্রথমে সুরে তুলে মাটিতে ফেলে এর পর হাতিটি যাবার সময় যুবকের মাথায় পা দিয়ে থেতলে দেয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় সুভাষ বাগদির । এর পরেই শোকের ছায়া নেমে পড়ে গোটা গ্রামে ঘটনাস্থলে আসে রাধানগর ফাঁড়ির পুলিশ এবং রাধানগর ও ভরা রেঞ্জের বিট অফিসার I

নিহত ব্যক্তির দাদা মিঠুন বাগদি জানান আমি ঘরে ছিলাম ঠিক তখনই কুকুর ডাকাডাকি করে এরপর আমি বাইরে বের হতেই দেখি একটি বড় দাঁতাল হাতি আমাদের উঠানে কিন্তু ভাই উঠানে শুয়ে আছে এটা আমি জানতাম না এরপর দাঁতাল টি এসে প্রথমে ওকে সুরে করে তুলে আছড়ে ফেলে মাটিতে এবং মাথাটিকে পায়ে করে থেতলে দিয়ে যায় আমার ভাইকে ছড়ানোর সময়টুকু আমি পাইনি বলতেও পারিনি হাতে এসেছে উঠে পড় তার আগেই এই ঘটনা ঘটে গেছে আমি ছুটে ঘরে ঢুকে পড়ি না হলে আমাকেই ওই হাতিটি ধরে ফেলে বাড়িতে কারেন্ট ছিলনা যে কারণে এই গরমেও বাইরে শুয়েছিল আর যার ফলে এই ঘটনা ঘটলো আর আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়ের মৃত্যু তাকে দেখতে হল I

স্থানীয় এক বাসিন্দা মঙ্গল বাগদি জানান বনদপ্তর এর দূর্বলতার জন্যই আজকে এই নিরীহ প্রাণটি চলে গেল তিনি বলেন বহুবার ফরেস্ট অফিসার কে বলা হয়েছে কোন হুলা বাঁ হাতি তাড়ানো কোন ও সরঞ্জাম দেওয়ার জন্য কিন্তু কিছুই দেওয়া হয়নি আমাদের , আজ আমাদের কাছে খোলা থাকলে হাতিটিকে তাড়াতে পারতাম তরতাজা প্রান্তে চলে যেত না I আতঙ্কের মধ্যেই রাত কাটাতে হচ্ছে আমাদের I

মৃতের বাবা গোপাল বাগদি বলেন আমার ছেড়ে কোনদিন বাইরে ঘুমায় না আজই প্রথম বাইরে শুয়েছিল আর আজ তাকে হাতিতে মেরে দিয়ে চলে গেল আমরা তাকে বাঁচাতে পারলাম না I

রাধানগর ও ভরা রেঞ্জের বিট অফিসার অনুপম লোহার জানান ভোরের বেলা রাধানগর ফাঁড়ি থেকে আমাকে ফোন করে ঘটনাটি জানায় তড়িঘড়ি ঘটনাস্থলে আমি আসি এবং ঘটনা প্রত্যক্ষ করি নিহত পরিবারের পাশে আমরা আছি সরকারি আইন অনুযায়ী তাদের যতটুকু সাহায্য করার তা আমরা করব মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক পরিবারের একটি চাকরি ও আর্থিক সহযোগিতা সবটাই যাতে ওরা পায় তার ব্যবস্থা আমরা করব তিনি আরো জানান তবে আমরা অনেক চেষ্টা করছি লোকালয়ে সাথে হাতি নাটকে তার সত্বেও আমরা বুঝতে পারলাম না যে কিভাবে হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছে তিনি বলেন সরকার থেকে বারংবার চেষ্টা করা হচ্ছে হাতি যাতে কন্ট্রোলে রাখা যায় তার সত্বেও লোকালয়ে হাতি গুলি চলে আসছে তবে গ্রামবাসীরা হূল চেয়েছে এখনো পর্যন্ত সবাইকে দিয়ে উঠতে পারিনি আমরা।

Related posts

কলকাতা পুরসভার ১৩৮ টি আসন জিততে পারে তৃণমূলঃ সমীক্ষা

E Zero Point

আজ পূর্ব বর্ধমান জেলায় ১৯ জন করোনা আক্রান্ত

E Zero Point

মেমারিতে হাঁটা প্রতিযোগিতা

E Zero Point

মতামত দিন