স্টাফ রিপোর্টারঃ পূর্ব বর্ধমান জেলার চিরপরিচিত পল্লিমঙ্গল সমিতির পক্ষ থেকে বৃক্ষরোপণ সপ্তাহ শুরু হল গতকাল থেকে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত কাল পাল্লারোডের নানা জায়গায় গাছ রোপণ করা হয়। সমগ্র কর্মসূচীতে সহযোগিতায় ছিল রোটারী ক্লাব বর্ধমান অ্যামিনিটি। পল্লিমঙ্গল সমিতির পক্ষ থেকে সভাপতি নিমাই মুখার্জী জানান “এদিন নানা রকম ফলের গাছ ও বৃক্ষজাতীয় গাছ এদিন রোপণ করা হয়, আগামী এক সপ্তাহ ব্যাপী গাছ বিলি ও রোপণ চলবে, শুধু গাছ রোপণ না, গাছ বাঁচানোর চেষ্টা করতে হবে আমাদের ”
পূর্ববর্তী পোস্ট