নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রায় ১০০০ বৃক্ষরোপণ করা হলো জানিয়েছেন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। গত কাল জেলার প্রতিটি থানার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও বর্ধমান বনদপ্তর পক্ষ থেকে বর্ধমান পুলিশ লাইনে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ১৫০টি বৃক্ষরোপণ করা হলো। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি শম্পা ধারা, অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগী ,পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়, ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ, ও বনদপ্তর আধিকারিকরা।
পূর্ববর্তী পোস্ট
পরের পোস্ট