17/04/2024 : 1:28 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে বর্ধমান-কালনা রোড অবরোধ

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১১ জানুয়ারি ২০২১:


একশো দিনের কাজ সহ একাধিক দুর্নীতির অভিযোগে পূর্ব বর্ধমানের বর্ধমান ২ ব্লকের অন্তর্গত, মেমারি থানার অধীন নবস্তা ১ গ্রাম পঞ্চায়েতের সামনে, বর্ধমান-কালনা রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম কর্মী সমর্থক ও গ্রাম বাসীরা।

বামেদের অভিযোগ, শাসক দলের সমর্থক না হওয়ার জন্য তারা বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। কোন কোন ক্ষেত্রে তাদের বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য টাকা দিতে হচ্ছে শাসক দলের নেতৃত্ব কে। যদিও এই প্রসঙ্গে নবস্থা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সারোদা হালদার কিছুই জানা নেই বলে দাবি করেন।

তবে অকপটে তিনি স্বীকার করে নেন, নির্দিষ্টভাবে শাসক দলের সমর্থক না হওয়ার জন্য একশদিনের কাজ সহ বিভিন্ন সরকারী প্রকল্প থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন।
মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ৪৫ মিনিটের অবরোধে স্তব্ধ হয়ে যায় কালনা বর্ধমান সড়ক। তৈরি হয় যানজট। মেমারি থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।

Related posts

মালদা জেলা জুড়ে আন্দোলনে সিএফ কর্মীরা

E Zero Point

অজ্ঞাত পরিচয় নাবালিকারর দেহ উদ্ধার

E Zero Point

শীত পড়তেই লেপ বানানোর ব্যাস্ততা জেলা জুড়ে

E Zero Point

মতামত দিন