রূপাঞ্জন রায়ঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হুগলী জেলার মগড়ার বান্ধব সম্মিলনী ক্লাব প্রাঙ্গণে সূচনা হয়ে গেল ক্লাবের একটি অভিনব কর্মসূচি। যার নাম দেওয়া হয়েছে “শতবর্ষে শত বৃক্ষরোপণ কর্মসূচী”। এই ক্লাব তার শততম বর্ষ উৎযাপন করছে। এই শততম বর্ষে ১০০ টি বৃক্ষ রোপন করে সমাজকে একটি ইতিবাচক বার্তা দেওয়ার লক্ষ্যে এই রকম একটি সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহন করেছে এই ক্লাব। গতকাল সকালে ক্লাব প্রাঙ্গনে একটি বকুল গাছের চারা রোপণ করে এই অনুষ্ঠানের সূচনা করেন মগড়া থানার অফিসার ইন চার্জ মাননীয় প্রশান্ত কুমার চ্যাটার্জি মহাশয়। এরপর পাড়ার বিশিষ্ট জনের উপস্থিতিতে একটি ছোটো পরিবেশ সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্লাব সম্পাদক দেবরাজ চক্রবর্তী জানান, “আমফান ঘূর্ণিঝড়ে বহু বৃক্ষের অকাল মৃত্যু ঘটেছে। পরিবেশের প্রভূত ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরনের দায়ভার আমরা মানুষরা যদি একটু হলেও মাথায় নিয়ে বাড়িতে অন্তত একটি গাছ লাগাই তাহলে আগামীদিনে এই পৃথিবীকে সত্যিই শিশুর বাসযোগ্য করে গড়ে তুলতে পারবো। ক্লাবের পক্ষ থেকে মগড়াতে গাছ লাগাতে ইচ্ছুক এমন একশো মানুষকে একটি করে গাছ উপহার হিসাবে দেওয়া হবে বলে জানানো হয়।