সিদ্ধার্থ বন্দোপাধ্যায়, নয়াদিল্লি : সোশ্যাল মিডিয়ায় জাত তুলে কটাক্ষ নিয়ে বিতর্ক অযথা বাড়তে দিলেন না । অনভিপ্রেত ঘটনার জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিলেন ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের নায়ক যুবরাজ সিং ।
এপ্রিলে রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে টিকটকে চাহলের ভিডিও নিয়ে কথা বলছিলেন যুবরাজ। তখনই তিনি ওই মন্তব্য করেন। একইসঙ্গে চাহলের পরিবারের লোকজনের সঙ্গে টিকটক ভিডিও করা নিয়েও প্রশ্ন তোলেন যুবরাজ। তাঁর কথা শুনে হাসেন রোহিত। সোশ্যাল মিডিয়ায় যুবরাজের এই মন্তব্য ভাইরাল। অনেকেই দাবি করেন, যুবরাজকে ক্ষমা চাইতে হবে। ওই ঘটনার পর জাত সংক্রান্ত বিদ্বেষমূলক মন্তব্য করার জন্য গতকাল যুবরাজের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন আইনজীবী তথা দলিত নেতা রজত কলসন । যুবরাজকে এই মন্তব্য থেকে বিরত না করায় তিনি রোহিত শর্মারও সমালোচনা করেছেন।
শুক্রবার টুইটারে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন যুবি। তিনি একটি বিজ্ঞপ্তিতে লেখেন, ‘একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই যে, আমি কখনই কোনও রকম বৈষম্যে বিশ্বাসী নই। তা সে জাতী, বর্ণ, ধর্মবিশ্বাস বা লিঙ্গ যে কোনও রকম ভেদাভেদই হোক না কেন। আমি মানব কল্যাণে নিয়োজিত থেকেছি এবং থাকব। আমি সর্বদা জীবনকে মর্যাদা দিয়ে এসেছি এবং কোনও রকম নির্বিশেষে সকলকে সম্মান দেওয়ায় বিশ্বাসী।’
https://twitter.com/YUVSTRONG12/status/1268810700429897728/photo/1
যুবরাজ আরও লেখেন, ‘আমি বুঝতে পারছি বন্ধুর সঙ্গে আলোচনার সময় আমাকে ভুল বোঝা হয়েছে। এটা একেবারেই অনভিপ্রেত। যাই হোক, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি জানাতে চাইছি যে, যদি অনিচ্ছাকৃতভাবে কারও ভাবাবেগে আঘাত করে থাকি, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। ভারতবর্ষ ও ভারতবাসির জন্য আমার ভালোবাসা অনন্ত।’