12/10/2024 : 11:13 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ক্ষেতমজুর দ্বারা সমবায়ের কর্মকর্তারা ঘেরাও হলেন কালনাতে

আলেক শেখ, কালনা:  সমবায়ের কর্মকর্তাদের  বোর্ডমিটিং চলাকালীন  আমানত ফেরতের দাবিতে আজ  ঘেরাও করেন গ্রাহকরা।  বোর্ডমিটিং শেষে  কর্মকর্তারা আগামী ১০ জুন থেকে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিয়ে  ঘেরাও মুক্ত হন |  ঘটনাটি ঘটে কালনা থানার  ঝকরপাড়াস্থিত কালনা-২ ব্লক কো- অপারেটিভ এগ্রিকালচার মার্কেটিং সোসাইটি লিঃ এর দপ্তরে |  খুব সম্প্রতি সমবায়ের কর্মচারীরাও  চরম বিক্ষোভ দেখায় |   কর্মচারীদের অভিযোগ–তাঁদের উপেক্ষা করেই  ব্যক্তি কেন্দ্রিক ব্যবসায়ীদের ঋণ পাইয়ে দেওয়া  হয়েছে |  বিনা টেন্ডারে সংস্থার কাজ করানো হয়েছে | ফলে চরম অর্থ সংকটের মধ্যে পড়েছে এই সংস্থা | তার ফলশ্রুতিতে এই সংস্থার দুটি ব্যাংকিং শাখা বন্ধ হয়েছে |  বন্ধ হয়েছে কর্মচারীদের বেতন এবং হাজার হাজার গ্রাহকদের জমানো টাকা পাচ্ছেন না  | অভিযোগ এই সংস্থার ১৮  জন কর্মচারীর গত ফেব্রুয়ারি মাসের পর আর বেতন হয়নি |  অন্যদিকে দীর্ঘদিন ব্যাংকিং শাখা বন্ধ থাকায়  কয়েক হাজার  গ্রাহক জমানো অর্থ তুলতে পারছেন না |

এদিন যারা সমবায় কর্মকর্তাদের ঘেরাও করতে  এসেছিলেন, অধিকাংশ ক্ষেতমজুর পরিবারের |  তারা বলেন–লকডাউন ও ঝড়-বৃষ্টির জন্য কোন কাজ নেই | তাই পেট চালানোর  জন্য  ব্যাংকে জমানো অর্থ আমাদের খুবই  প্রয়োজন | আমাদের টাকা ফেরত দিতেই হবে সমবায়কে |   এই সমবায়ের  পরিচালনা কমিটির সম্পাদক সুভাষ ঘোষ  তাঁর সংস্থার অর্থনৈতিক সংকট ও ব্যাংকিং শাখা বন্ধের কথা স্বীকার করে নেন |  তিনি জানান– লকডাউনে  হিমঘর থেকে  আলু না   বের হওয়া ও ঋণ গ্রহীতাদের থেকে ঋণ দেওয়া টাকা আদায় না হওয়া এই সংকটের কারন | আজ আমরা বোর্ডমিটিং-এ  কয়েকটি কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করেছি | সেই সিদ্ধান্তের অন্যতম হলো— সমবায়ের প্রদেয় ঋণের টাকা আদায় করা | আদায়কৃত অর্থ এবং আলুর ভাড়া বাবদ প্রাপ্ত দিয়েই গ্রাহকদের অর্থ মেটানো হবে | তাই আগামী ১০  ই জুন থেকে আমাদের ব্যাংকিং শাখা খুলে দেওয়া হবে |

Related posts

মেমারিতে সিপিআইএম-এর সাইকেল-বাইক র‍্যালি

E Zero Point

‘কনকাঞ্জলী’র উদ্যোগে আসানসোলে চলছে প্রদর্শনী

E Zero Point

পূর্বস্থলীতে বিজেপি পার্টি অফিসে শ্রী রামের পুজো

E Zero Point

মতামত দিন