06/06/2023 : 8:45 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

প্রেমিককে পেতে প্রেমিকার ধর্না, ভাতারের কালুত্তক গ্রামে

আমিরুল ইসলামঃ বর্তমানে করোনা ভাইরাস এর জেরে চলছে লকডাউন। চরম সমস্যায় মধ্যে রয়েছে সকল সম্প্রদায়ের মানুষ। এরই মধ্যে প্রেম কিন্তু থেমে নেই, আজ সুদূর মুর্শিদাবাদের বহরমপুর এর এক প্রেমিকা ধর্নায় বসলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের কালুত্তক গ্রামে। তাঁর দাবি দু’বছর ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক রেখে সেই সম্পর্ক অস্বীকার করছে কালুত্তকের তুহিন খান।

এই ঘটনায় কালুত্তক গ্রামে চরম উত্তেজনা দেখা দেয়। ঘটনার খবর পাবার পর প্রেমিক ঘর থেকে পলাতক।

প্রেমিকা সামিরুল খাতুন জানান আমার বিয়ে হয়েছিল কলকাতায় আমার ৮ বছরের এক মেয়ে রয়েছে। এরই মধ্যে দু বছর আগে ফোনে আলাপ হয় ভাতারের কালুত্তক গ্রামের তুহিন খানের সঙ্গে। তুহিন দু’বছর ধরে আমাকে আশ্বাস দিচ্ছে সে বিয়ে করবে। এরই মধ্যে আমি স্বামীর সংসার সব হারিয়েছি, তুহিন এর জন্য। বর্তমানে তুহিন আমাকে বিয়ে করতে অস্বীকার করছে। পাশাপাশি তার মোবাইলের সিম সে চেঞ্জ করে ফেলেছে। তাই আমি বাধ্য হয়ে আজ ওর বাড়ির সামনে ধর্নায় বসেছি। যতক্ষণ না তুহিনের সঙ্গে আমার দেখা হচ্ছে আমি এই ধর্না চালিয়ে যাব।
এ বিষয়ে প্রেমিকের বাড়ির কোন লোকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related posts

মধুচক্র চলার সন্দেহে আটক দুই

E Zero Point

ঘোষণা হল মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ

E Zero Point

শতবর্ষে রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রম 

E Zero Point

মতামত দিন