24/09/2023 : 8:08 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আমাদপুরের বিজড়া গ্রামে করোনা আক্রান্তরা সুস্থ হয়ে ঘরে ফিরলেন

স্টাফ রিপোর্টার, মেমারিঃ একদিকে যেমন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন করোনা রুগী।

গত ২৭ মে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত আমাদপুর পঞ্চায়েতের বিজড়া গ্রামের  ১৪ বছরের কিশোর ও  ২৪ বছরের যুবক করোনা আক্রান্ত হয়েছিলেন। দুজনেই চেন্নাই থেকে থেকে গ্রামে ফিরেছিলেন।

 

আজ দ্বিতীয় বার লালারস পরীক্ষার পর তাদের দুজনেরই রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। আজ তারা ঘরে ফিরেছেন। স্বাভাবিকভাবেই এলকায় খুশির মহল তৈরি হয়েছে। তবে ডাক্তারের নির্দেশমত তাদেরকে হোম কোয়ারিন্টনে থাকতে হবে।

Related posts

তৃণমূল ছাত্র পরিষদের ২১ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন সালানপুরে

E Zero Point

১০৫ বছরের বৃদ্ধার অন্তিম যাত্রা ডিজে, আবীর ও আতশবাজিতে

E Zero Point

কালনার আগড়াদহেও সুপার ভাইজার নিয়ে ক্ষোভ

E Zero Point

মতামত দিন