বিশেষ প্রতিনিধিঃ জামালপুর পাড়াতল পঞ্চায়েত এলাকায় করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল। জানা যায় মুম্বাই থেকে আগত উক্ত ২৪ বছরের পরিযায়ী শ্রমিক পাড়াতল স্কুলে কোয়ারিন্টনে ছিলো। আজ তার লালারস পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে। ইতিমধ্যে তাকে দুর্গাপুর করোনা হাসপাতালে পাঠানো হয়েছে। কোয়ারিন্টন সেন্টারে থাকা করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কারা এসেছিল তাদের সনাক্ত করা হচ্ছে।
প্রসঙ্গগত উল্লেখ্য গত ২৫ মে জামালপুর থানার, জৌগ্রাম অঞ্চলের অধীনে তুরুক ময়না গ্রামে মুম্বাই থেকে আগত বছর ৩৭ বছরের যুবক করোনা আক্রান্ত হয়েছেন। জামালপুর থানায় এখনও পর্যন্ত ২ জন করোনা আক্রান্ত।