09/12/2024 : 6:09 PM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গলসি বিডিওর তৎপরতায় জাতীয় সড়ক থেকে উঠল ধান

সেখ নিজাম আলমঃ গলসি ১ নং ব্লকের অধীনে বুদবুদ, সিমনোড়ী, মানিক বাজার, পারাজ, পুরসা, ভাষাপুল,গলিগ্রাম প্রভৃতি গ্রামের চাষিরা জাতীয় সড়কের উপরেই ধান শুকাচ্ছিলেন। এমনকি পারাজে ও বুদবুদে রাস্তার উপরেই চলছিল ধান ঝাড়ার কাজ। পারাজ স্টেশন রোডে গাছ ধান জাতীয় সড়কের উপরেই শুকানো হচ্ছিল। অনেকে এই বৃষ্টিতে চাষিদের কথা ভেবে রোডে ধান শুকানোয় মদত দিচ্ছিলেন। কিন্তু ধান শুকানোর ফলে রোডে দূর্ঘটনা বাড়ছে। এমনকি মৃত্যুও হচ্ছে অনেকের। তাই চাষিদের সুবিধা করতে গিয়ে প্রাণহানি হচ্ছে, এটা বিশাল বেদনাদায়ক।

গলসি ১ নং ব্লকের বিডিও বিনয় কুমার মন্ডলকে জানালে, তিনি বলেন জাতীয় সড়কের উপরে ধান শুকানো হচ্ছে, এটা আমার জানা নেই। জানতে পেরে বিডিও তৎপর গলসি ও বুদবুদ থানাকে আদেশ করেন, রোড থেকে ধান তুলে নেওয়ার জন্য। পুলিশ তা তড়িঘড়ি দায়িত্ব পালন করেন। সকল চাষিকে রোড থেকে ধান তুলে নিতে বলেন। ফলে সম্পূর্ণ রোড ফাঁকা হয়ে যায়। এতে খুশী এলাকার মানুষ। তারা বিডিওর প্রশংসা করে বলেন, চাষিরা বহু জায়গায় ধান শুকিয়ে নিতে পারবে। কিন্তু এই ধান শুকানোর জন্য সরু রাস্তায় বহু চালক কন্ট্রোল করতে না পেরে দূর্ঘটনা ঘটে থাকে। তাই ধান শুকানোর চেয়ে সাধারণ মানুষের মৃত্যুর হাত থেকে বাঁচানোর প্রচেষ্টা করলে বিডিওর সুনাম অর্জন করেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ আউসগ্রামে অর্ধেক রাস্তা দখল করে রোডে ধান শুকাচ্ছেন চাষিরা

 

Related posts

বিজেপির ভাবধারা প্রচারে মেমারিতে বুকস্টল

E Zero Point

এবার মেমারিতে মিলল মধুচক্রের হদিস, ৮ যুবতী উদ্ধার ও ৫ যুবক গ্রেপ্তার

E Zero Point

রোগ থেকে মুক্তি পেতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

E Zero Point

মতামত দিন