24/09/2023 : 7:00 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

৮০০ পরিবারের পাশে বর্ধমানে জেলা মহিলা তৃণমূল কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ চাল, ডাল নয়। শুধুমাত্র কাঁচা শাক সব্জীর পসরা নিয়ে এবার হাজির জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। সোমবার পঞ্চম দফার লকডাউন শুরু হল। এদিন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে শাক সব্জী ভরা প্যাকেট বিতরণ করা হল। বর্ধমান শহরের কালিবাজারের দলীয় কার্যালয় থেকে। জেলা তৃণমূল কংগ্রেসের নেত্রী ডঃ শিখা দত্ত সেনগুপ্ত বলেন দলীয় কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে শাক সব্জী ভর্তি প্যাকেট পৌঁছে দিয়েছে। শাক সব্জীর মধ্যে ছিল আলু পেঁয়াজ, ঢেঁরস, লঙ্কা, কপি, টমেটো ছিল। তিনি আরো বলেন বর্ধমান শহরের পাশাপাশি মেমারি ও কালনাতেও এই একই ভাবে শাক সব্জীর বিতরণ করা হবে। এদিন আটশো প্যাকেট বিলি করা হয়।

Related posts

পশ্চিম বর্ধমানের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনের তীব্র বিক্ষোভ

E Zero Point

দুর্নীতির অপরাধে পঞ্চায়েত সমিতির সভাপতিকে অপসারণ

E Zero Point

কেন্দ্রীয় বাহিনী থাকা পরও দ্বিতীয় দফায় বিভিন্ন জায়গায় উত্তেজনা

E Zero Point

মতামত দিন