নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ চাল, ডাল নয়। শুধুমাত্র কাঁচা শাক সব্জীর পসরা নিয়ে এবার হাজির জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। সোমবার পঞ্চম দফার লকডাউন শুরু হল। এদিন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে শাক সব্জী ভরা প্যাকেট বিতরণ করা হল। বর্ধমান শহরের কালিবাজারের দলীয় কার্যালয় থেকে। জেলা তৃণমূল কংগ্রেসের নেত্রী ডঃ শিখা দত্ত সেনগুপ্ত বলেন দলীয় কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে শাক সব্জী ভর্তি প্যাকেট পৌঁছে দিয়েছে। শাক সব্জীর মধ্যে ছিল আলু পেঁয়াজ, ঢেঁরস, লঙ্কা, কপি, টমেটো ছিল। তিনি আরো বলেন বর্ধমান শহরের পাশাপাশি মেমারি ও কালনাতেও এই একই ভাবে শাক সব্জীর বিতরণ করা হবে। এদিন আটশো প্যাকেট বিলি করা হয়।
পূর্ববর্তী পোস্ট