24/04/2024 : 12:55 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ভালোবাসার দিনে পথবাসীদের পাশে শিক্ষক

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৪ ফেব্রুয়ারি ২০২১:


ফুটপাত বাসী ও প্লাটফর্মবাসী অথবা ভবঘুরে অতি গরীব প্রান্তিক মানুষদের নিজ উদ্দ্যোগে মধ্যাহ্নকালীন আহারের ব্যবস্থা করলেন শিক্ষক অশোক চক্রবর্তী। এদিন প্রায় ৪০ জন মানুষের আহারে ব্যবস্থা করেন। শিক্ষক অশোক চক্রবর্তী মতে মানব সেবার মাধ্যমে ভালোবাসার উত্তরণ ঘটানো সম্ভব।

সংবাদসূত্রে জানা যায়, গরীব দুঃসহ মানুষ গুলো যারা রেলের স্টেশন প্লাটফর্মে ফুটপাতে খোলা আকাশের নীচে রোদ ঝড় বৃষ্টিতে ভিজে বসবাস করেন এইরকম ৪০ জন মহিলা পুরুষদের মেমারির বিভিন্ন এলাকা থেকে টোটো করে মেমারির নতুন বাস স্ট্যান্ডে একটি হোটেলে নিয়ে এসে আজ ভালো বাসার দিনে দুপুরে তাদের খাবার খাওয়ানোর ব্যবস্থা করেন শিক্ষক অশোক চক্রবর্তী। খাওয়া শেষে তাদের কে আবার টোটো করে যে এলাকা থেকে আনা হয়েছিল সেখানে নামিয়ে দিয়ে আসা হয় ।

প্রকাশ থাকে শিক্ষক অশোক চক্রবর্তী করোনা ও লকডাউনের সময় ছাত্রছাত্রী তথা বিভিন্ন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সেবামূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করেছিলেন।

Related posts

মেমারির ক্ষতিগ্রস্ত আলুচাষীদের ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টেরঃ জেনে নিন ক্ষতিপূরণ পেতে কি ভাবে আবেদন করবেন

E Zero Point

গলসীতে জমিয়েত উলামায়ের ত্রান সাহায্য

E Zero Point

মেমারিতে খাঁড়ো যুবক সংঘ ও মাধ‍্যমিক শিক্ষক সমিতির প্রজাতন্ত্র দিবস পালন

E Zero Point

মতামত দিন