09/05/2024 : 9:22 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

চাঁদা তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড মালম্বায়, মন্ত্রী দিলেন সম্প্রীতির বার্তা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি ও মন্তেশ্বর, ১০ ফেব্রুয়ারি ২০২৪ :


সরস্বতী পূজার চাঁদা তোলা কে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মালম্বা বাজার সংলগ্ন এলাকায় । ঘটনায় আহত ১ জন সিভিক সহ ৫ জন । ঘটনায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মেমারি থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করল শনিবার।

জানা যায় শুক্রবার মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত মালম্বা বাজার সংলগ্ন এলাকায় সরস্বতী পুজোর জন্য চাঁদা তুলছিলেন এক পুজো কমিটির সদস্যরা । মালম্বারোডে, যাতায়াতকারী পণ্যবাহী গাড়ি যাত্রীবাহী গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তোলা হচ্ছিল । সেই সময় চাঁদতোলা কে কেন্দ্র করে গাড়ির চালকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই পূজো কমিটির সদস্যরা । এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয় গোটা এলাকায় । ঘটনাস্থলে পৌঁছাই মেমারি থানার পুলিশ ।

এই ঘটনায় বেশকিছু জন আহত হয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে সূত্রে জানা গেছে । পাশাপাশি মেমারি থানার পুলিশ উভয় পক্ষের মোট পাঁচজনকে গ্রেফতার করেছে । ধৃতরা হলেন মালম্বার বাসিন্দা রাহুল ঘোষ , চঞ্চল ঘোষ , সৌমেন ঘোষ , রূপ নাথ ঘোষ এবং মন্তেশ্বরের দীর্ঘনগরের বাসিন্দা সহিদ শেখ । পুলিশসূত্রে জানা যায় ধৃত রাহুল ঘোষ একজন সিভিক ভলেন্টিয়ার। শনিবার এদের প্রত্যকেই বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ । এছাড়াও এই ঘটনায় জড়িত ৪ জন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

ইতিমধ্যেই এই ঘটনায় এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী কোনরকম প্ররোচনয়া পা দিতে নিষেধ করেন এলাকার সাধারণ মানুষকে এবং সম্প্রীতি বার্তা দিয়েছেন । এখনো পর্যন্ত মালুম্বা বাজার ও তৎসংলগ্ন এলাকায় যাতে কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য রয়েছে পুলিশি টহলদারি।

 

Related posts

কালনার প্রত্যন্ত গ্রামের মেয়ে অন্বেষার স্বপ্ন ডাক্তার হওয়া, বাধা অর্থাভাব

E Zero Point

বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন মন্ত্রী বেচারাম মান্না

E Zero Point

পূর্ব বর্ধমানে পথ দুর্ঘটনায় মৃত পুলিশ কনস্টেবল

E Zero Point

মতামত দিন