11/12/2024 : 8:58 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

আনলক-১ -এ বর্ধমান শহরের রাস্তায় বাস ও টটো দৌড়ালো

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ প্রশাসনিক নির্দেশ মেনেই সোমবার থেকে শুরু হয়েছে পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় বেসরকারি বাস পরিষেবা। পাশাপাশি বর্ধমানে টোটো পরিষেবাও চালু হচ্ছে বলে জানা যাচ্ছে। বেসরকারি বাস পরিষেবা চালু হওয়ার জন‍্য বেশ কিছুটা স্বস্তি ফিরেছে বাস চালক এবং কর্মচারীদের মধ‍্যে। লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে বেসরকারি বাস পরিষেবা বন্ধ ছিলো।

গত কালকেই পূর্ব বর্ধমানেই নতুন হাটে বাস ইউনিয়ানের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় সেই বৈঠকেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছিল যে আজ থেকে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের নতুন হাট থেকে বর্ধমানের বিভিন্ন রুটে বাস পরিষেবা শুরু করবে এবং স্ব‍্যাস্থবিধি মেনেই বাস চলাচল করবে এবং জতগুলো সিট রয়েছে ততগুলো যাত্রী পরিবহন করা হবে এবং বাসগুলো স‍্যানিটাইজার করা হবেছ

টোটো চালকদেরও বলা হয়েছে চার জনের বেশি যাত্রী নিয়ে যাবে না, তারপরও দেখা যাচ্ছে অধিক যাত্রী নিয়ে বর্ধমান শহরের চলছে টোটো।

Advt

 

Related posts

আবাস যোজনা – ভাতারে পোস্টার পড়ল প্রধান ও আশাকর্মীর বিরুদ্ধে

E Zero Point

রিপোর্ট পজিটিভ আসায় ফাঁকা করা হল হাসপাতালের ওয়ার্ড

E Zero Point

জলপথে বন্যা পরিস্থিতি পরিদর্শন

E Zero Point

মতামত দিন