মোল্লা জসিমউদ্দিনঃ সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পক্ষে রেজিস্ট্রার জেনারেল রাই চট্টপাধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন – ‘আগামী ৮ জুনের পর থেকে স্বাভাবিক হচ্ছে কলকাতা হাইকোর্ট ‘।করোনা ভাইরাসের সাম্প্রতিক পরিস্থিতি পর্য্যালোচনা করে এই বিজ্ঞপ্তি বলে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। তবে করোনা বিধি বজায় রেখে চলবে কলকাতা হাইকোর্টের কাজকর্ম। কলকাতা হাইকোর্টের কর্মীদের এবং কোর্ট অফিসারদের যাতায়াতের ব্যবস্থা করবে কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষ। হাইকোর্টের এজলাসে ৩ জন আদালত কর্মী, ৬ এর বেশি আইনজীবী থাকবেনা। মামলাকারী এবং আইনজীবীদের কলকাতা হাইকোর্টের ই এবং বি গেটে ঢুকতে হবে। উল্লেখ্য, গত ১৬ ই মার্চ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের আশংকা নিয়ে কলকাতা হাইকোর্টের নিয়মিত এজলাস বন্ধ রাখা হয়। সেইসাথে রাজ্যের সমস্ত নিম্ন আদালত, সার্কিট বেঞ্চ, ট্রাইবুনাল গুলি বন্ধ থাকে দফায় দফায়। নিম্ন আদালতে শুধুমাত্র জামিন সংক্রান্ত মামলা চলছে। সেইসাথে কলকাতা হাইকোর্টে অনলাইন শুনানি চলে মাসে গড়ে ৮ থেকে ১০ দিন করে।
অপরদিকে সোমবার দুপুরে কলকাতা হাইকোর্ট বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের দায়ের করা মামলায় জানিয়ে দেয় – ‘শর্তাবলি বজায় রেখে ত্রাণ বিলি করতে পারবেন ওই সাংসদ ‘ । উল্লেখ্য, নিজ সাংসদ কেন্দ্রে করোনায় দুর্গতদের ত্রাণ বিলি করতে পুলিশ – প্রশাসনের বাধা পান বালুরঘাটের বিজেপি সাংসদ। এছাড়া আগামী ৮ জুন রাজ্যে অফিসগুলি আসাযাওয়া ক্ষেত্রে পরিবহন ব্যবস্থা কি নেওয়া হয়েছে, তা নিয়ে এক মামলা উঠেছিল।