25/03/2025 : 4:33 AM
অন্যান্য

পূর্ব বর্ধমানের করোনা যুদ্ধের সেনাপতি জেলাশাসক বিজয় ভারতীঃ মোহনবাগান ফ্যান ক্লাব

নিজস্ব  সংবাদদাতাঃ পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী যেভাবে জেলায় করোনা যুদ্ধে মাঠে ময়দানে নেমে করোনা যুদ্ধের সেনাপতি হিসাবে কাজ করছেন জেলায় তা এককথায় অনবদ্য। তিনি কয়েকদিন আগে বর্ধমান স্টেশনে যেসমস্ত পরিযায়ী শ্রমিকদের স্পেশাল ট্রেন আসছে সেখানে গিয়েও তাদের কনো অসুবিধা হচ্ছে কিনা তাদের সঙ্গে কথা বলছেন। পরিযায়ী শ্রমিকদের কিভাবে কোথায় তাদের আরও ভালোভাবে রাখা যাবে সে বিষয় নিয়ে যেমন দিন রাত কাজ করে চলছেন। পাশাপাশি জেলায় যেসমস্ত পরিযায়ী শ্রমিকদের করোনা পজেটিভ রিপোর্ট আসছে প্রতিদিন সেইসব এলাকাগুলো কন্টেনমেন্ট জনের ব‍্যাপারেও খোঁজ খবর সহ বিভিন্ন বিষয় তিনি নজর রাখছেন সেই কারনে মোহনবাগান ফ্যান ক্লাব পূর্ব বর্ধমান মেরিনার্সের পক্ষ থেকে মঙ্গলবার জেলাশাসক বিজয় ভারতীর হাতে পি.পি.ই. কিট, মাস্ক, স‍্যানিটাইজার ও মিষ্টি তুলে দিলেন।

এছাড়াও আজ বর্ধমান বিদার্থী গালর্স হাই ইষ্কুলের পক্ষ থেকে ৪০ হাজার টাকা মুখ‍্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করলেন পূর্ব বর্ধমান জেলাশাসক বিজয় ভারতীর হাত দিয়ে ।


Related posts

লকডাউনে নিত্যপ্রয়োজনীয় দোকানে মেমারিতে এই ভাবেই ব্যবস্থা করা হোক

E Zero Point

মেমারির পর দুর্গাপুরে করোনা পজিটিভ : আক্রান্ত হলেন এক বৃদ্ধ

E Zero Point

অবশেষে লকডাউনে চটকল খোলার অনুমতি দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

মতামত দিন