30/10/2024 : 5:13 AM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

আন্তর্জাতিক বাইসাইকেল দিবস :~কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-২১ (তৃতীয় সপ্তাহ)

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-২১

আজ শুরু হল তৃতীয় সপ্তাহ। “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” -প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771  নাম্বারে  পাঠাতে হবে।

আমরা প্রতিদিন এবার থেকে দুপুর ১২টায় পোষ্ট করব এবং আপনাকে রাত ১২টার মধ্যে উত্তর দিতে হবে।

নিয়মাবলীঃ


১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771


 

কুইজ প্রতিযোগিতা-২০- উত্তর

প্রশ্নঃ তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী কে?
উত্তরঃ Kalvakuntla Chandrashekar Rao

সঠিক উত্তরদাতা

আমিরুল আলি, রায়না, পূর্ব বর্ধমানআব্দুল হিল শেখ, মুর্শিদাবাদডঃ সায়ন ভট্টাচার্য , কলকাতামুস্তাক মুর্শেদ, মুর্শিদাবাদসুব্রত মজুমদার, বড়শুল, পূর্ব বর্ধমানসোনালী সেন কাবাসি, রসুলপুর, পূর্ব বর্ধমনানসকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা

সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।


কুইজের খোঁজ খবর-২১

ইউনাইটেড নেশনসের তরফে ৩রা জুন তারিখে আন্তর্জাতিক বাইসাইকেল দিবস পালন করা হয়। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সরল, সহজলভ্য, বিশ্বাসযোগ্য, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব এই যানটির আরও বেশি ব্যবহারে মানুষকে উৎসাহিত করা হয় আজকের দিনে।

আজকের বিষয়ঃ আন্তর্জাতিক বাইসাইকেল দিবস

১। ইউনাইটেড নেশনসের সাধারণ সম্মেলনে কবে আজকের দিনটিকে আন্তর্জাতিক বাইসাইকেল দিবস হিসাবে ঘোষণা করা হয়?
– ২০১৮ সালের এপ্রিল মাসে

২। ইউনাইটেড নেশনসের নীল সাদা রঙের #June 3 World Bicycle Day লোগোটি কারা প্রস্তুত ও পরিমার্জন করেন?
– Isaac Feld ও John E. Swanson

৩। ‘bicycle’ শব্দটি ছাপার অক্ষরে প্রথম কবে দেখা যায়?
– ১৮৬৮ সালে The Daily News পত্রিকায়

৪। মানুষের যাতায়াতের জন্য প্রথম প্যাডেলবিহীন দ্বিচক্রযান হল draisine বা laufmaschine যার পোশাকি নাম velocipede ও জনপ্রিয় নাম dandy horse। বাইসাইকেলের এটিই আদিমতম রূপ। এর আবিষ্কর্তা কে?
– Karl Freiherr von Drais, জার্মানী (১৮১৭)

৫। প্রামাণ্য নথির অভাবের কারণে প্রশ্নাতীতভাবে না হলেও প্যাডেলযুক্ত প্রথম বাইসাইকেল প্রস্তুতকারক বলে মনে করা হয়?
– Kirkpatrick Macmillan, স্কটল্যান্ড (১৮৩৯)

৬। বাইসাইকেলের আদিম সংস্করণগুলির বিবিধ সমস্যা সমাধান করে তিন যন্ত্রবিদ মিলে একটি মডেল তৈরি করেন যা safety bicycle বা dwarf safeties বা upright bicycle নামে পরিচিত। এটিই আধুনিক বাইসাইকেলের প্রথম মডেল। এই তিন যন্ত্রবিদ কারা?
– J. K. Starley, J. H. Lawson ও Shergold (১৮৮৫)

৭। চাকার ওপর হাওয়া ভর্তি ফাঁপা রাবারের বেষ্টনী বা pneumatic tyre-এর ব্যবহার সাইকেল তথা যানবাহনের জগতে একটা নতুন যুগের প্রবর্তন ঘটায়। Pneumatic tyre-এর আবিষ্কারক কে?
– John Boyd Dunlop (১৮৮৮)

৮। Stoppie কাকে বলে?
– চলমান অবস্থায় হঠাৎ ব্রেক করলে এক বিশেষ কৌশলে সাইকেলের পিছনের চাকাটি শুন্যে উঠে যায় ও চালককে তখন কেবল সামনের চাকায় ভর করে ভারসাম্য রাখতে হয়। এই কৌশলকে stoppie বা endo বা front wheelie বলে

৯। প্রথম কোন শহরে bicycle sharing system বা community bicycle programme চালু হয়?
– নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে

১০। পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় বাইসাইকেল ও যে কোনো প্রকার যানের মধ্যে সর্বাধিক বিক্রিত মডেল কোনটি?
– চীনের Flying Pigeon

 

কুইজ প্রতিযোগিতা-২১


পাঠকের জন্য প্রশ্নঃ

কোন বিখ্যাত সাইকেল দৌড়বিদ ১৯৯৯ সাল থেকে টানা সাতবার Tour de France জেতার পরেও ডোপিং-এ অভিযুক্ত হয়ে সকল পদক ফিরিয়ে দিতে বাধ্য হন?


সাপ্তাহিক কুইজ বিজেতা সোনালী কাবাসীকে শুভেচ্ছা স্বরুপ ১০১/- টাকা দেওয়া হল।


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


 

Related posts

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

“আমি চিরতরে দূরে চলে যাবো তবু আমারে দেবোনা ভুলিতে”- সম্প্রীতিক কবিকে সশ্রদ্ধ প্রণাম

E Zero Point

বিশ্ব মরুভূমি ও খরা মোকাবিলা দিবসঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৩১ (পঞ্চম সপ্তাহ)

E Zero Point

মতামত দিন