18/09/2024 : 9:27 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় তিল চাষে একশো শতাংশ ক্ষতি

আলেক শেখঃ খামখেয়ালীপনা  আবহাওয়ায়  তিল চাষে এই মরশুমে  একশো শতাংশ ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে  |   কৃষি দপ্তর সেই আশঙ্কায় প্রায় সিলমোহর দিয়েছে |  চিরাচরিত  ফসলের চাষ কমিয়ে বিকল্প ফসল চাষের ধারণাটা তৈরি হয়েছিল বিগত বামফ্রন্ট সরকারের আমলে | সেই ধারণার বশবর্তী হয়ে কালনা মহকুমার পাঁচটি ব্লকেই বিকল্প চাষ হিসাবে তিল চাষ শুরু হয় ব্যাপক ভাবে |  কালনা মহকুমা কৃষি দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী এ মরশুমে  মহকুমার পাঁচ ব্লকে মোট ৩৫৪৫ হেক্টর জমিতে তিল চাষ হয়েছে | ব্লক অনুযায়ী  কালনা-১, ৭০০ হেক্টর, কালনা-২,  ৬৫০ হেক্টর, পূর্বস্থলী-১,  ৭৫০ হেক্টর, পূর্বস্থলী-২, ১০২০ হেক্টর এবং মন্তেশ্বর ৪৫০ হেক্টর |  তিল গাছে ফুল আসা থেকেই  ঝড় বৃষ্টি শুরু হয়েছে |  এখন ফল  পরিপক্ক হওয়ার সময়ও ঝড় বৃষ্টি থামার কোন লক্ষণ নেই |  লাগাতার বৃষ্টিতে বেশির ভাগ তিলের  নিচু জমিগুলোতে জল জমে  তিলগাছ পচে গেছে  |   ডাঙ্গার জমিগুলোতে জল না জমায় তিল গাছ কিছুটা  বেঁচে আছে |  কৃষকদের দাবি সেই গাছে ফল এলেও   তাতে কোন দানা নেই | ফলে তিল চাষে কৃষকদের একশো  শতাংশই ক্ষতির সম্ভবনা তৈরি হয়েছে | কালনা মহকুমার সহ কৃষি  অধিকর্তা আশীষ কুমার বাড়ুই বলেন–জমিতে জল জমা  মানে তিলের শত্রু |  তাই এ বছর  যেভাবে বৃষ্টি হয়েছে তাতে নিচু জমিগুলি জল জমে তিলের ক্ষতি করবে |  পাশাপাশি একটার পর একটা ঝরও ফসলের ক্ষতি করেছে  |  তাছাড়া তিলগাছে ফুল আসার পর থেকেই বৃষ্টি হচ্ছে, তাতে ফলে দানা বাঁধায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে | সর্ব সাকুল্যে তিলচাষ যে এবছর  ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে তার আভাস পাওয়া যাচ্ছে |

Related posts

কিছুটা স্বস্তি, আজ পূর্ব বর্ধমানে করোনা আক্রান্ত ২৯১, মৃত ৫

E Zero Point

মেমারিতে করোনাজয়ী ও যোদ্ধাদের সংবর্ধনা

E Zero Point

জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবীতে বিক্ষোভ

E Zero Point

মতামত দিন