28/01/2023 : 11:16 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে অসহায়দের মধ্যে ‘অঞ্জলি’ প্রদান করলেন জেলা তৃণমূল মহিলা কংগ্রেস

স্টাফ রিপোর্টার, মেমারিঃ গতকাল পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত দরিদ্র অসহায় মানুষের জন্য অঞ্জলি নিয়ে এসে পৌঁছালেন মেমারিতে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনে কাজ হারিয়েছেন অনেকেই। তার ওপর ফোনে আমফানে সর্বস্ব খুইয়েছেন অনেক পরিবার। প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়েছে ফসল। তার জেরে সব্জির দাম নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে। তাই তিনি বর্ধমান শহরে ৮০০ পরিবারের মধ্যে কাঁচা সব্জি বিলি করার পর মেমারি চকদিঘী মোড়ে অসহায়দের পাশে এসে দাঁড়িয়ে সব্জির প্যাকেট বিলি করলেন।

উক্ত ত্রাণবিলি কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত , মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী ও প্রশাসক বোর্ডের সদস্য সুপ্রিয় সামন্ত।

Related posts

আন্তর্জাতিক বিধবা দিবস পালিত হল রসুলপুরে

E Zero Point

পূর্ব ভারতে প্রথম হ্যালসিয়ন (Halcyon™) রেডিয়েশন থেরাপি সিস্টেম চালু করল অ্যাপোলো গ্লেনঈগলস হসপিটালস

E Zero Point

রায় পরিবারের জগদ্ধাত্রী পূজা কাটোয়ায়

E Zero Point

মতামত দিন