01/10/2023 : 1:55 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে রেশনের আটায় প্লাসটিক

পিন্টু প্যাটেল, বর্ধমানঃ গতকাল বর্ধমান পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের আলমগঞ্জ আজির বাগান এলাকায় বেশ কয়েকটি বাড়িতে আটা মাখার সময় বেরিয়ে আসছে প্লাস্টিক, সেই আটাতে প্লাস্টিক বেরোনোর পর চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসীর অভিযোগ এই সরকারি আটা রাসেল ডিলারদের কাছ থেকে আসছে। জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মেহেবুব মন্ডল জানান এরকম যদি কোন ঘটনা ঘটে থাকে তাহলে যে সমস্ত মানুষজন, যে রেশন ডিলারের কাছ থেকে এই আটা সংগ্রহ করছেন, সেই রেশন ডিলারের কাছে ফেরত দিয়ে আসতে হবে, এই বিষয়ে তদন্ত চলবে জানিয়েছেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ।

Related posts

সুন্দরবনের অসহায় মানুষের পাশে মগরার বান্ধব সম্মিলনী ক্লাব

E Zero Point

মেমারিতে গাড়ির ব্যাটারী চুরি করতে এসে ধৃত উত্তর ২৪ পরগণার বাসিন্দা

E Zero Point

মেমারিতে ড. বি. আর. আম্বেদকরের মূর্তি স্থাপন

E Zero Point

মতামত দিন