26/04/2024 : 2:50 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মাঝপথেই আটকে সুস্মিতার স্বপ্ন

আলেক শেখঃ গৃহহীন,  অর্থহীন,  বিপিএল পরিবারভুক্ত পরিবারের চরম মেধাবী মেয়ে সুস্মিতা মন্ডল |  প্রাইভেট  ছাড়াই সে মাধ্যমিকে ৫৯২  নম্বর তুলেও  স্কুলে ভর্তি হতে পারছিল না |  ২০১৯ এর ২১ মে এক দৈনিক পত্রিকায় তাকে নিয়ে খবর প্রকাশের পর এই পত্রিকার পাঠকরা দারুনভাবে সাহায্যের হাত বাড়িয়ে  দেন |   ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে স্কুলে ভর্তিও হয়ে যায় |  কিন্তু মাঝপথে বাবার মৃত্যু,  আবার পড়াশুনায় ছন্দপতন |  এই  অবস্থায় কোন সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়ে না দিলে– ডাক্তার হওয়ার স্বপ্ন অপূর্ণ থেকে যাবে |   এই সুস্মিতা মন্ডলের বাড়ি  পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানা ভাগড়া-মুলগ্রামের ভেটি গ্রামে  |  বর্তমানে মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞানের ছাত্রী |  বাবা দিলীপ মন্ডল মাঠে-ঘাটে দিনমজুরের কাজ করতেন আর মা সুচিত্রা মন্ডল গৃহপরিচারিকার কাজ করেন |  সুস্মিতার আরো এক বোন ও ভাই আছে, তারাও স্কুলে  পড়ে | এই অবস্থায় দিন পনেরো আগে  হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে সুস্মিতার বাবা দিলীপ মন্ডল মারা যান |  ফলে সংসারটা একেবারে অথৈই জলে পড়ে যায় | সুস্মিতার পড়াশুনা তো বটেই , বর্তমানে দৈনন্দিন খাবারেও টান পড়ছে |  তবুও সুস্মিতা ভেঙে পড়েনি,  শুধুমাত্র  সংবাদমাধ্যমের পাঠকদের সাহায্যের আশায় | তার বিশ্বাস সংবাদমাধ্যম মারফত তার কথা পাঠকরা জানতে পারলেই,  নিশ্চয় তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন |  যেভাবে সাহায্য নিয়ে এগিয়ে এসেছিলেন মাধ্যমিক পাশ করার পর |  সুস্মিতা জানায়–আমি সে কথা ভুলিনি, আর কোন দিন ভুলবোও না | তাইতো আমি আবার সংবাদমাধ্যমের দ্বারস্থ |

জিরো পয়েন্ট সংবাদ পত্র থেকে আমাদের সকল পাঠক-পাঠিকার কাছে আবেদন যে, সুস্মিতা মন্ডলকে সাধ্যমত সাহায্য করতে হলে ৯৭৪৯৮০২১৬২ নাম্বারে ফোন করে বিস্তারিত তথ্য নিতে পারেন।

Related posts

গান্ধী-জয়ন্তী উপলক্ষ্যে বৃক্ষরোপণ করল দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংস্থা

E Zero Point

মেমারিতে সরকারী সম্পত্তি নষ্ট রোধ হোক

E Zero Point

সাংস্কৃতিক প্রতিযোগিতার আসর মেমারিতে

E Zero Point

মতামত দিন