শেখ নিজাম আলমঃ আজ সকালে সারাভারত ক্ষেত মজুর ইউনিয়ন পক্ষ থেকে সমগ্র দেশ ও জেলায় জেলায় ডেপুটেশন দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলার গলসি গ্রাম পঞ্চায়েতে প্রতীকি ডেপুটেশন দেওয়া হল এবং প্রতিবাদ দিবস পালন করা হল। সারাভারত ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে দাবী জানানো হয়-
১) ১০০ দিনের কাজকে ২০০ দিনের করতে হবে ও মজুরী ৩০০ টাকা/দিন প্রতি করতে হবে এবং অবিলম্বে এই কাজ চালু করতে হবে।
২) আমফানে ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরন দিতে হবে।
৩)লক ডাউনের ক্ষতিপূরন হিসাবে পরিবার প্রতি ১০০০০ টাকার প্যাকেজ ঘোষণা করতে হবে প্রত্যেক গরীব মানুষের জন্য ও প্রত্যেক গরিব মানুষ কে (জন প্রতি) ১৫ কেজি চাল/গম এবং ডাল, ভোজ্য তেল,আলু মশলা সরবরাহ করতে হবে।
৪) প্রত্যেক পরিযায়ী শ্রমিক কে বিনা খরচে ফিরিয়ে এনে সকলকে ১০০০০ টাকা অনুদান ও ন্যায্য মজুরি তে কাজর ব্যবস্থা করতে হবে।
৫) স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটাতে হবে। করোনা টেষ্ট আরো বাড়াতে হবে ও আগত পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব নিতে হবে ইত্যাদি।
পূর্ববর্তী পোস্ট