06/06/2023 : 7:32 AM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জৌগ্রামে অঙ্গনওয়াড়ি স্কুলের শিশুদের প্রাপ্য খাদ্য সামগ্রী কম দেওয়ার অভিযোগ

তন্ময় পালিত, জামালপুরঃ অঙ্গনওয়াড়ি স্কুলের শিশুদের প্রাপ্য খাদ্য সামগ্রীর উপর পরলো থাবা। এমনই ঘটনা ঘটে জামালপুর থানার জৌগ্রাম পুলিশ ফাঁড়ির নিকটস্থ নূরী অঙ্গনওয়াড়ি স্কুলে। অভিভাবকদের দাবি সরকারিভাবে প্রত্যেক শিশুকে মাথাপিছু ২ কেজি করে আলু, ২ কেজি করে চাল এবং ৩০০ গ্রাম করে ডাল দেবার কথা কিন্তু সেখানে ৫০০ গ্রাম করে কম দেওয়া হচ্ছে চাল ও আলু। অভিভাবকরা জানান তারা সেই খাদ্যদ্রব্য নিয়ে এসে অন্য দোকানে ওজন করলে দেখা যায় ৫০০ গ্রাম করে কম দেওয়া হয়েছে চাল ও আলু। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিভাবকরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির সামনে বিক্ষোভ দেখাতে থাকে। নূরী অঙ্গনওয়াড়ি স্কুলে পরিচালক মন্ডলী এই অভিযোগ অস্বীকার করেছে।

Related posts

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাইক র‍্যালি

E Zero Point

১৩ দফা দাবি নিয়ে বামেদের স্মারকলিপি মঙ্গলকোটে

E Zero Point

মায়ের হাত থেকে জাতীয় পুরস্কার গ্ৰহণ মেমারির মেয়ে দিগন্তিকার

E Zero Point

মতামত দিন