তন্ময় পালিত, জামালপুরঃ অঙ্গনওয়াড়ি স্কুলের শিশুদের প্রাপ্য খাদ্য সামগ্রীর উপর পরলো থাবা। এমনই ঘটনা ঘটে জামালপুর থানার জৌগ্রাম পুলিশ ফাঁড়ির নিকটস্থ নূরী অঙ্গনওয়াড়ি স্কুলে। অভিভাবকদের দাবি সরকারিভাবে প্রত্যেক শিশুকে মাথাপিছু ২ কেজি করে আলু, ২ কেজি করে চাল এবং ৩০০ গ্রাম করে ডাল দেবার কথা কিন্তু সেখানে ৫০০ গ্রাম করে কম দেওয়া হচ্ছে চাল ও আলু। অভিভাবকরা জানান তারা সেই খাদ্যদ্রব্য নিয়ে এসে অন্য দোকানে ওজন করলে দেখা যায় ৫০০ গ্রাম করে কম দেওয়া হয়েছে চাল ও আলু। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিভাবকরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির সামনে বিক্ষোভ দেখাতে থাকে। নূরী অঙ্গনওয়াড়ি স্কুলে পরিচালক মন্ডলী এই অভিযোগ অস্বীকার করেছে।
পূর্ববর্তী পোস্ট
পরের পোস্ট