29/06/2024 : 11:15 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে রক্তদান শিবির মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৪ জুন ২০২৪ :


“ফুটবে হাসি বাঁচবে প্রাণ, করলে তুমি রক্তদান”। রক্তদান মানে পরোক্ষে জীবন দান। গ্রীষ্মকালে রক্তের চাহিদা লেগেই থাকে। দিনের পর দিন তাপমাত্রা যত বাড়ছে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের আকাল তুলনামূলক ভাবে বৃদ্ধি পাচ্ছে। মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম। তবে রোগীর আত্মীয়দের সেই রক্ত নেওয়ার জন্য ব্লাড ব্যাঙ্কে এসে অনেক সময় ফিরে যেতে হয়। কারণ রক্তের চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাঙ্কে যোগান কম থাকে।

শনিবার মেমারি প্রয়াস এডুকেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে রাজ সংঘের সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার পুরাতন পোষ্ট অফিস পাড়াতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তগ্রহণে ছিলো ক্যামরি ব্লাড ব্যাঙ্ক। এদিন রক্তদান শিবিরে ৬৫ জন রক্তদাতা রক্তদান করেন। যাদের মধ্যে ১০ জন মহিলা। রক্তদান শিবিরে ১৮-২০ বছর বয়সের প্রায় ২০ জন রক্তদাতা প্রথম রক্তদান করলেন।

সংস্থার পক্ষ থেকে মহঃ বসির জানান প্রয়াস এডুকেয়ার ফাউন্ডেশন শুধুমাত্র শিক্ষা নিয়েই কাজ করেনা সারাবছর বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে সাথে রক্তদান শিবির আয়োজন করে এছাড়াও জরুরী প্রয়োজনে ডোনার নিয়ে গিয়ে ব্লাডব্যাঙ্কে রক্তদান করানো হয় সংস্থার পক্ষ থেকে। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, সৌরভ সাঁতরা, শাহাজাদা আলম সহ অন্যান্যরা।

প্রয়াস এডুকেয়ার ফাউন্ডেশনের সভাপতি মানস কুমার রায় সার্বিক কর্মকাণ্ড সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Related posts

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা এক যুবকের

E Zero Point

বর্ধমানের গুরুদুয়ার কমিটিকে সংবর্ধনা ও স‍্যানিটাইজার স্ট‍্যান্ড প্রদান

E Zero Point

পথবন্ধু প্রশিক্ষণ কান্দি থানায়

E Zero Point

মতামত দিন