11/11/2024 : 7:03 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে বাস থেকে ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ২ মহিলা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৬ জুলাই ২০২৪ :


যাত্রীবাহী চলন্ত বাসের মধ্যে ব্যাগ ছিনতাই করার পর মেমারি থানা পুলিশের তৎপরতায় দ্রুত ধরা পড়লো দুই ছিনতাই বাজ মহিলা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর দেড়টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, জামালপুর-মেমারি গামী বাসের মধ্যে এক মহিলা বাস যাত্রীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। জানা যায়, মেমারি সমেশপুরের বাসিন্দা রাবিয়া বিবি গতকাল জামালপুর-মেমারি গামী বাসে মেমারি আসছিলেন।
সেই সময় বাসের মধ্যে তার কাঁধে ঝোলানো ব্যাগের মধ্য থেকে একটি টাকার ব্যাগ ছিনতাই হয়ে যায়। ঘটনাটি বাসের মধ্যে থাকা অন্যান্য যাত্রীদের নজরে পড়তেই রাবিয়া বিবিকে জানান তারা। বাস তখন মেমারির চকদিঘী মোড়ে ঢুকছে। এরই মধ্যে কিন্তু ছিনতাইবাজরা তড়িঘড়ি বাস থেকে নেমে চম্পট দেয়। এরপরই রাবিয়া বিবি মেমারির চকদিঘী মোড়ে বাস থেকে নেমে মেমারি থানায় লিখিত অভিযোগ জানান। দ্রুততার সঙ্গে ঘটনার তদন্তে নামে মেমারি থানার পুলিশ।
ইতিমধ্যে পুলিশ খবর পায় মেমারি নতুন বাসস্ট্যান্ডে দুইজন অজ্ঞাত পরিচয় মহিলা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। সঙ্গে সঙ্গে মহিলা পুলিশ নিয়ে মেমারি নতুন বাসস্ট্যান্ডে অভিযান চালায় মেমারি থানার পুলিশ। এবং সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করা দুজন মহিলাকে আটক করে। জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে কিছু নগদ অর্থ উদ্ধার করে। এই উদ্ধারকৃত নগদ অর্থের উৎস সম্পর্কে কোন সদুত্তর দিতে পারেনি ওই মহিলারা। এরপরই ওই মহিলাদের গ্রেফতার করে মেমারি থানায় নিয়ে আসে মেমারি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় ধৃত দুই মহিলার নাম জয়ন্তী বেদ, বয়স ২৫ বছর এবং অপর মহিলার নাম বর্ষা বেদ, বয়স ২১ বছর। ধৃতদের বাড়ি নদীয়া জেলার কৃষ্ণনগরের গরুর হাট এলাকায়। রবিবার সকালে ধৃত দুই মহিলাকে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ।

Related posts

গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মেমারিতে

E Zero Point

পূর্বস্থলীতে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানী

E Zero Point

কালনার তাজমহল কি বিলুপ্ত হওয়ার পথে?

E Zero Point

মতামত দিন