21/11/2024 : 4:37 AM
খেলা

শহীদ স্মরণে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৬ জুলাই ২০২৪ :


২১ জুলাই শহীদ স্মরণকে সামনে রেখে এক দিবসীয় বিরাট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এদিন মেমারি ২ নং ওয়ার্ডের খাঁড়ো ফুটবল মাঠে। রবিবার সকাল ১০ টা নাগাদ ২০ দলের ফুটবল খেলা শুরু হয়। প্রথমেই ২১ জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফাত্তার কয়াল ও জিলা পরিষদ সদস্য বিমল সরেন।
মেমারি – ১ ব্লক ও মেমারি পৌরসভা মিলিয়ে ২০ টি ফুটবল দল এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে। চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় দুর্গাপুর অঞ্চল ও মেমারি পাঁচ নম্বর ওয়ার্ড ফুটবল দল পরস্পর পরস্পরের প্রতিদ্বন্দিতা করে এবং ট্রাই ব্রেকার এর মাধ্যমে দুর্গাপুর অঞ্চল জয়লাভ করে।
 দুর্গাপুর অঞ্চল জয়ী হয়। বিজিত দলের স্থান অর্জন করে মেমারি ৫ নং ওয়ার্ড। দুর্গাপুর অঞ্চলের সেরা খেলোয়াড়ের মর্যাদা লাভ করেন উপেন টুডু।
একসময় মাঠে উপস্থিত হন বিধায়ক মধুসূধন ভট্রাচার্য। বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন সাধারণ সম্পাদক পূর্ব বর্ধমান জেলা ফাত্তার কয়াল, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফারুক আব্দুল্লা, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং।

পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজকুমার রায়, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি মুকেশ শর্মা, মেমারি পৌরসভা ৫ নং ওয়ার্ডের তৃণমূল সভাপতি সেখ সামিম প্রমুখ।

Related posts

বড়শুলে দিবারাত্র সিঙ্গেলস ব্যাডমিন্টন প্রতিযোগিতা

E Zero Point

ক্রিকেট ম্যাচে পরিবেশ সচেতনতার বার্তা জামালপুরে

E Zero Point

বাবা ভ্যানচালক ছিলেন, মা জড়ির কাজ করেনঃ রেকর্ড গড়ে কমনওয়েলথে সোনা জিতলেন হাওড়ার অচিন্ত্য

E Zero Point

মতামত দিন