জিরো পয়েন্ট নিউজ, হাওড়া, ২৫ জুন ২০২৪ :
সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ বিহারের কুদ্রা স্টেশনে দুন এক্সপ্রেসে বহিরাগত যাত্রীদের হামলার অভিযোগ। ১৫ জনের বাঙালি পর্যটকের একটি দল বাধা দিলে প্রায় ১০০ জন মত ট্রেনে উঠে পড়ে যাত্রীদের উপর হামলা চালায়। জোর করে বিনা টিকিটে ট্রেনে উঠে জায়গা দখল করার চেষ্টা করা হয় বলে অভিযোগ যাত্রীদের। এই ঘটনায় পাঁচ থেকে ছয় জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আক্রান্ত দের অভিযোগ, দুটি মোবাইল নিয়ে ছিন্তাই করে নিয়ে পালায়। প্রশ্ন উঠছে, রেলের সুরক্ষা নিয়ে।
দুষ্কৃতীরা বন্দুক, হকিস্টিক এবং বেল্ট দিয়ে হামলা চালায় অভিযোগ যাত্রীদের। হাওড়া এসে তাঁরা জিআরপিতে অভিযোগ জানাবে বলে জানান। গোটা ঘটনায় আতঙ্কে রয়েছেন ট্রেন যাত্রীরা। যাত্রীরা ট্রেনের গেট লক করে দিলেও দরজা ভেঙে ট্রেনে ভাঙচুর করে ভিতরে ঢুকে বলে অভিযোগ।