28/05/2023 : 1:29 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

পূর্ব বর্ধমানে করোনা ও আমফান মোকাবিলায় প্রশাসনিক বৈঠক

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলা করোনা পরিস্থিতি মোকাবিলা এবং তার পাশাপাশি আমফান পরবর্তী পরিস্থিতি পুনঃগঠনের জন‍্য কিভাবে কাজ হবে সেই বিষয় নিয়ে বর্ধমানের সাংস্কৃতি লোকমঞ্চে আজ পূর্ব বর্ধমান জেলার প্রত‍্যেকটি গ্ৰাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের জনপ্রতিনিধি, বিধায়করাদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাসভা অনুষ্ঠিত হলো।

সাংস্কৃতি লোকমঞ্চে ঢোকার আগেই প্রত‍্যেক প্রতিনিধি হ‍্যান্ড স‍্যানিটাইজার দিয়ে হাত শুদ্ধিকরন করার পাশাপাশি সামাজিক দূরত্ব রক্ষা করেই সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হল এই গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ‍্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী,  জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ সভাধিপতি দেবু টুডু, সহ অনান‍্য প্রশাসনিক আধিকারিকরা।উক্ত আলোচনা সভায় জনপ্রতিনিধিদের জানানো হয়েছে আমফান পরবর্তী পরিস্থিতি এবং এইমহুর্তে করোনা পরিস্থিতিতে কিভাবে পদক্ষেপ নেওয়া হবে। বিভিন্ন জেলায় তার জন‍্য নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ‍্য সরকারের তরফ থেকে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও পঞ্চায়েত স্তরের সেই নির্দেশিকা পৌঁছে দেওয়া হচ্ছে। মানুষের কাছে কিভাবে সরকারি প্রকল্পের সহায়তা ও ১০০ দিনের কাজকে কিভাবে আরও বেশি তরাম্বিত করা যাবে এই নিয়ে সবিস্তারে আলোচনা করা হয়।

Related posts

চন্দননগরের কন্টেনমেন্ট জোনগুলি খতিয়ে দেখলেন পৌর প্রশাসক স্বপন কুন্ডু

E Zero Point

মঙ্গলকোটে হতে চলেছে ‘ইফতার মজলিশ’

E Zero Point

সেরা পুজোঃ সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা, মেমারির মোনালিসার

E Zero Point

মতামত দিন