01/10/2023 : 12:44 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে নিরাপত্তারক্ষী নিয়োগকে কেন্দ্র করে তৃণমূলের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ বেআইনিভাবে নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়েছে এই অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল শ্রমিক সংগঠন অনুমোদিত সংগঠনের পক্ষ থেকে তুমুল বিক্ষোভ দেখানো দেখানো হলো পূর্ব বর্ধমানে সুপার স্পেশালিটি হাসপাতাল অনাময়ে।  সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল‍্য ছড়ায় সুপার স্পেশালিটি হাসপাতাল অনাময় চত্বরে। তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অভিযোগ যে, এক নিরাপত্তারক্ষী তিনি কর্মরত ছিলেন বর্ধমানের অনাময় হাসপাতালে এবং তিনি মারা জান। মারা যাওয়ার পর পরিবারের কাউকে চাকরি নিয়োগ না করে অন‍্য কাউকে করা হয়েছে এবং সেই নিয়োগ অনৈতিক। এমনকি দালালের মাধ‍্যম দিয়ে আর্থিক লেনদেন করেছে বলে অভিযোগ বর্ধমান জেলার আই এন টি টি ইউ সির সভাপতি ইফতেখার আহমেদের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তুমুল বিক্ষোভ দেখালেন অনাময়ের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিদের কাছে। তাদের দাবী অনৈতিক নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। এই বিক্ষোভে তৃনমূলের শ্রমিক সংগঠনের সদস‍্যরা উপস্থিত ছিলেন।

Related posts

প্রাক্তন বিধায়কের উপস্থিতিতে বিরোধী শিবির ছেড়ে তৃণমূলে যোগদান মেমারিতে

E Zero Point

বিজেপির পাল্টা মিছিল তৃণমূলেরঃ স্তব্ধ মেমারি শহর

E Zero Point

জামালপুরে সপ্তাহব্যাপী মহিলা রক্তদান শিবিরে ৩৬০ জনের রক্তদান

E Zero Point

মতামত দিন