নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ রক্তদান মহৎ দান। করোনা ভাইরাসের জেরে রক্তের চাহিদা বেড়েছে ব্লাড ব্যাঙ্কগুলোতে। তাই রক্তের চাহিদা মেটাতে আজ বর্ধমান জেলা সদর প্রাথমিক বিদ্যালয়ের নজরুল সভাকক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল । পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদর উত্তর মহকুমা শাখার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, তৃণমূল নেতা খোকন দাস সহ সংগঠনের নেতৃবৃন্দ। এদিনের রক্তদান শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।
পূর্ববর্তী পোস্ট