নিজস্ব সংবাদদাতা, গাইঘাটাঃ লকডাউনে ক্লাস চলছেনা, স্কুল বন্ধ।কিন্তু সারা রাজ্য জুড়ে বিভিন্ন গণসংগঠন সাধারণ বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন।শতাব্দীপ্রাচীন শিক্ষক সংগঠন এবিটিএ নেতৃত্বে আজ উত্তর ২৪ পরগনা গাইঘাটার সুটিয়া এলাকায় প্রায় আড়াইশো বিপন্ন মানুষের জন্য মেহনতী মানুষের বাজারের আয়োজন করা হয়।এই বাজারে সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যই দেয়া হলো।আলু পটল, পেঁয়াজ থেকে শুরু করে সয়াবিন,মশলাপাতি,মুড়ি, নুন সরষের তেল সবই ছিল এই বাজারে।
আজকেই বাজারের উদ্বোধন করলেন এ বি টি এর কেন্দ্রীয় পরিষদের সদস্য অশোক পাল।তাছাড়া উপস্থিত ছিলেন এবিটিএ গাইঘাটা পূর্ব আঞ্চলিক শাখার সম্পাদক গোষ্ঠবিহারী বৈরাগী, সভাপতি রত্না রায় গাইঘাটা পশ্চিম আঞ্চলিক শাখার সম্পাদক সুশান্ত বিশ্বাস,নেতৃত্ব অনন্ত দাস, জয়ন্ত সরকার,দীপন আচারি, ঝর্ণা সরকার,দেবাশীষ দাস, দীপক মন্ডল,দীপু বিশ্বাস,এ বি পি টি এ নেতা প্রদীপ দাস, আইসিডিএস নেত্রী লোপামুদ্রা গুহ প্রমুখ।
।