25/04/2024 : 7:22 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বর্জ্য পদার্থ প্লাস্টিক দ্বারা রাস্তা নির্মাণ বোহারে

জিরো পয়েন্ট নিউজ অনন্যা সাঁতরা পাল, সাতগেছিয়া, ২৬ এপ্রিল ২০২২:


মঙ্গলবার মেমারি দু’নম্বর ব্লকের বোহার ২ অঞ্চলে রাস্তা নির্মাণের কাজ পরিদর্শন করলেন মেমারি দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু । মূলত বর্জ্য পদার্থ প্লাস্টিক কে ব্যাবহার করা হবে এই পিচ রাস্তা নির্মাণ এর কাজে ।পূর্ব বর্ধমান জেলায় এই প্রথম এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে ।

৭৪০ মিটার এই রাস্তার ওপরে দুটি স্কুল ও অঙ্গন ওয়ারী কেন্দ্র রয়েছে । উপকৃত হবেন এলাকার মানুষ । পঞ্চদশ পরিকল্পনায় অর্থ বরাদ্দে এই রাস্তা নির্মাণ হচ্ছে ।

এদিনে উপস্থিত ছিলেন মেমারি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু , বোহার ২ পঞ্চায়েতের প্রধান রিভানা ইয়াসমিন, নির্মাণ সহায়ক সহ পঞ্চায়েতের আধিকারিক বৃন্দ ।

Related posts

দুঃস্থ মানুষের পাশে থেকে জন্মদিন পালন বর্ধমানে

E Zero Point

পাণ্ডুয়ায় পঞ্চায়েত সদস্যর দলবদল কংগ্রেস থেকে তৃণমূলে

E Zero Point

বর্ধমানে বিজেপি নেতা খোকন সেনকে আটক করলো পুলিশ

E Zero Point

মতামত দিন