আলেক শেখঃ অপরিকল্পিত লকডাউন, আমফান ঘূর্ণিঝড় পরে কালবৈশাখীর দাপটে সাধারণ মানুষ চরমভাবে বিপর্যস্ত । এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো রাজ্য এবং কেন্দ্র দুই সরকারেরই একান্ত কর্তব্য । এই ভাবনার উপর দাঁড়িয়ে আজ ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি দেওয়া হয় । সারা ভারত কৃষক সভা ও খেতমজুর সমিতি এবং শ্রমিক সংগঠনের কালনা-১ ব্লক কমিটির উদ্যোগে প্রধানকে দেওয়া স্মারকলিপিতে কয়েকটি দাবি পেশ করা হয় । দাবিগুলো হলো– ধানের সহায়ক মূল্য বাড়িয়ে সরকারিভাবে ধান ক্রয়, সমস্ত কৃষি ঋণ মুকুব, কৃষক পরিযায়ী শ্রমিক এবং তাঁত শ্রমিকদের অ্যাকাউন্টে ন্যূনতম তিন মাস ৭৫০০ টাকা করে দেওয়া, বুথে বুথে ১০০ দিনের প্রকল্পের কাজ শুরু করে ন্যূনতম মজুরি ৩৫০ টাকা দেওয়া, ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেওয়া, পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ও তাদের সুরক্ষা দেওয়া, ঘনবসতি এলাকায় কোয়ারেন্টিন সেন্টার না করা, তাঁতের হাট থেকে সরকারকে সরাসরি তাঁতিদের কাপড় কেনা, ঝড়ে ভেঙে যাওয়া ঘরবাড়ি গুলির ক্ষতিপূরণ দেওয়া । এই কর্মসূচির নেতৃত্ব দেন– সুব্রত রায়, রায়হান শেখ, বিশ্বজিৎ কর্মকার, নকির শেখ প্রমুখ ।
পূর্ববর্তী পোস্ট