16/04/2024 : 1:37 PM
আমার বাংলা

আবাস যোজনায় দুর্নীতি রাজ্য সড়ক অবরোধ

জিরো পয়েন্ট নিউজ-আমিরুল ইসলাম, ভাতার, ৩০ ডিসেম্বর ২০২২:


আবাস যোজনায় তালিকায় নাম নেই। এই দাবিতে রাজ্য সড়ক অবরোধ ভাতারের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুরাতিপুর চৌমাথা মোড়ে। সকাল থেকে অবরোধের জেড়ে যান চলাচল স্তব্দ। ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ। বিক্ষোভ কারীদের দাবি যতক্ষণ না পর্যন্ত আবাস যোজনা তালিকার নাম উঠবে ততক্ষণ এই অবরোধ চলবে।

আবাস যোজনার নামের তালিকা প্রকাশের আগেই রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরেই নানা পঞ্চায়েতে চলছে বিক্ষোভ। কোথায় পঞ্চায়েতের প্রধান কে ধাক্কাধাক্কি, কোথায় গালিগালাজ, কোথায় তালাবন্ধ করে আশা ও অঙ্গনারী কর্মীদের ঘর বন্ধ করে রেখে দেওয়া। আবার কোথায় রাস্তা অবরোধ।


শুক্রবার সকাল থেকেই ভাতারের নিত্যানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের মুরাতিপুর গ্রামে রাজ্য সড়ক বয়ে গেছে বর্ধমান থেকে ফারাক্কা যে রাজ্য সড়কের প্রতিনিয়ত কয়েক হাজার পণ্যবাহী গাড়ি এবং যাত্রীবাহী বাস এবং মানুষ চলাচল করে।
মুরাতিপুরের গ্রামবাসীরা আজ সকালে রাস্তা অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।
ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ এসে তাদের বোঝানোর চেষ্টা করলেও তারা বুঝতে রাজি নন।
আবাস যোজনা নামের তালিকায় তাদের নাম তুলতে হবে।
বিক্ষোভের জেরে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে এলাকায়।

Related posts

বিধায়িকার উপস্থিতিতে পথশ্রী অভিযানের রাস্তা উদ্বোধন

E Zero Point

রেল-হকার উচ্ছেদ করার প্রতিবাদে বিক্ষোভ

E Zero Point

মেমারি দুর্গাপুর অঞ্চলের প্রায় ২৫০জন সিপিএম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান

E Zero Point

মতামত দিন