নূর আহমেদঃ মেমারি এবিটিএ ১ ও ২ জোনাল কমিটির উদ্যোগে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্ভুক্ত শুঁড়ে দুর্গাপুর গ্রাম এলাকায় ৫০ জন দরিদ্র পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন এবিটিএর মহকুমা সম্পাদক শশধর মিস্ত্রী, অমিতাভ চৌধুরী, কৃষ্ণপদ বিশ্বাস, অজিত দাস, বামাপদ ক্ষেত্রপাল, বিভাস রায়।
সংস্থার পক্ষ থেকে শশধর মিস্ত্রী জানান যে, আমাদের এই সংগঠন ১০০ বছরের। ইতিমধ্যে মধ্যে আমরা আমফান ও করোনার প্রকোপে লকডাউনের ফলে কর্মহীন মানুষদের ৫৬ লক্ষ টাকার ত্রাণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। এছাড়াও ৫ লক্ষ টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করা হয়েছে।