16/01/2025 : 9:05 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

সামান্য বৃষ্টিতেই জল জমে যায় বর্ধমান শহরের প্রাণ কেন্দ্রে-

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ একটু বৃষ্টি হলেই বর্ধমান শহরে মূল কেন্দ্র কার্জন গেট সেখান থেকে প্রায় ১০০ মিটার দূরত্ব বাদামতলা মোড় সেখানেই রয়েছে বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় অফিস, সেই অফিসে ঢোকার মুখেই সব সময় জল জমে থাকছে। সেখানেই রয়েছে একটি বড় শপিং মল, সেই জলের উপর থেকে মানুষ যাতায়াত করছে নানান রকম যানবাহন যাতায়াত হচ্ছে এই জিটি রোড এর উপর থেকে, নানান রকম সমস্যা দেখা দিচ্ছে একদিন বৃষ্টি হলে দশ দিন জমে থাকছে সেই নোংরা জল, যে সমস্ত পথে চলতে মানুষজন রয়েছেন তাদের দাবি এই জায়গাটা বর্ধমান শহরের একটি গুরুত্বপূর্ণ জায়গা এই জি টি রোড এর উপর থেকে প্রচুর মানুষ যাতায়াত করে যাতে প্রশাসনের এদিকে নজর দেওয়া উচিৎ এবং এই জল নিকাশি ব্যবস্থা যাতে করা দরকার।

Related posts

গুসকরা বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে বৃক্ষরোপন

E Zero Point

পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ প্রয়াত চিন্ময়ের পরিবারের পাশে

E Zero Point

মঙ্গলকোট হাসপাতালে চিকিৎসাধীন মূক ও বধির ফিরতে চান বাড়িতে

E Zero Point

মতামত দিন