নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ গত ৮ জুন বাস কর্মীদের সুরক্ষার দাবি জানিয়ে প্রশাসনের দারস্থ হল সোমবার বাস মালিক ও দক্ষিন দামোদর বাস পরিবহন কর্মচারী সংগঠন ও পূর্ব বর্ধমান জেলা বাস এস্যোসিয়েশনের সদস্যরা । এদিন পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসকের উন্নয়নের কাছে উভয় ডেপুটেশন জমা দেন উভয় সংগঠনের সদস্যরা। তাদের দাবি শ্রমিকদের জন্য যে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু আছে তারমধ্যে করোনা চিকিৎসার ব্যাবস্থা নেই, অবিলম্বে এই প্রকল্পের আওতায় করোনা চিকিৎসাকে নিয়ে আসতে হবে। যাতে বাস কর্মীরা করোনা আক্রান্ত হলে সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে বিনা খরচে চিকিৎসা করাতে পারেন। এছারাও বাস কর্মীদের ১০লক্ষ্য টাকা বিমার আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি উভয় সংগঠনের সদস্যরা জানিয়েছেন আজ থেকে ৫০শতাংশ বাস পূর্ব বর্ধমানে চলবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
পূর্ববর্তী পোস্ট
পরের পোস্ট