নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ গত ৮জুন থেকে বর্ধমান শহরে খুলেছে একাধিক রেস্টুরেন্ট এবার থেকে রেস্টুরেন্ট গেলেই মেনে চলতে হবে একাধিক নতুন সব নিয়ম।
হোটেল-রেষ্টুরেন্টে ঢোকার আগে স্ক্যানারের মাধ্যমে মেপে নেওয়া হবে দেহের তাপমাত্রা। দেহের তাপমাত্রা সঠিক থাকলে তবেই হোটেল বা রেস্তোরাঁর ভেতরে প্রবেশের অনুমতি মিলবে। ঢোকা মাত্রই দেওয়া হবে স্যানিটাইজার। এছাড়াও মুখে মাস্ক ও বাধ্যতামূলক।
সবাই মিলে হোটেল-রেস্তোরাঁয় এসে ঘেষাঘেষি করে বসা যাবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে হবে।
খাবারের অর্ডার নেওয়ার ক্ষেত্রেও আনা হয়েছে আমূল পরিবর্তন। নতুন ধরনের মেনু কার্ডের ব্যবস্থা করা হয়েছে। একবার ব্যবহারের পর তার ব্যবহার করা চলবে না।
পেমেন্ট করতে হলে মানতে হবে নতুন নিয়ম। নগদ হীন পেমেন্ট না করলেও কার্ড গ্রহণ করা হবে। তবে কার্ডগুলো ব্যবহারের ক্ষেত্রে আগের স্যানিটাইজার ব্যবহার করে জীবাণুমুক্ত করা হবে। খাবার পরিবেশনের ক্ষেত্রে থাকছে নতুন নিয়ম। খাবার পরিবেশনের ক্ষেত্রে পেপারের প্লেট ব্যবহার করা হচ্ছে। আর কি কি পরিবর্তন আনা হচ্ছে জানালো শহরের ক্যান্টিন গ্রুপ অফ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।