25/04/2024 : 6:34 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

৭৫ দিনে শেষ হল বর্ধনান রেলষ্টেশন চত্বরের অন্নসেবা

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ বর্ধমান স্টেশনে অসহায় ভবঘুরে এবং দুঃস্থ মানুষদের খাবার বিতরণ করছে ২৬ শে মার্চ থেকে শুরু করেছিল এবং প্রতিদিনই লকডাউন যত মেয়াদ বেড়েছে এই সংস্থার ততই খাবার বিতরণ করে চলেছে। প্রতিদিনই মানুষের সংখ্যা ছিল ৪০০ থেকে ৭০০ মধ্যে এবং এই সংস্থা প্রতিদিনই বিভিন্ন স্বাদের খাবার বিতরণ করেছে ওই বর্ধমান স্টেশনে অসহায় ভবঘুরে এবং দুঃস্থ মানুষদের মধ্যে। আজ অন্নদানের ৭৫ দিন পূরণ হলো এবং সরকারি নির্দেশ অনুযায়ী যে বর্ধমান শহর আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে তাই এই সংস্থা সঠিক সিদ্ধান্ত নিয়ে সমাপ্ত অনুষ্ঠান করল এবং আজও প্রায় খাবারের মেন্যুতে ছিল মুরগির মাংস আলু পটল তরকারি মিষ্টি দই এবং সাদা ভাত আজ প্রায় মানুষের সংখ্যা ছিল ১০০০ এর কাছাকাছি। বর্ধমান থানার ভারপ্রাপ্ত আইসি পিন্টু সাহা ,বলেন আমিতো প্রথম দিন থেকে এদের সঙ্গে আছি এবং সব সময় থাকব। অন্যদিকে সংস্থার সভাপতি শেখ পিন্টু জানিয়েছেন, ফের যদি রাজ্যে এরকম মহামারী সময় আসে আমরা আবারও এদের পাশে থাকব আবারও খাবার বিতরণ করতে প্রস্তুত আছি। আজ উপস্থিত ছিলেন বর্ধমান থানার ভারপ্রাপ্ত আইসি পিন্টু সাহা, ব্যবসায়ী সমিতির সম্পাদক সেখ স্বপন এবং অন্য এক ব্যবসায়ী সমিতির সম্পাদক বিশ্বেশ্বর চৌধুরী, বিশেষ সমাজসেবী শিব শংকর ঘোষ এবং সংস্থার সম্পাদক সেখ ইমতাজ ও সংস্থার সকল সদস্য উপস্থিতিতে কাজ সম্পূর্ণ হলো। প্রসঙ্গগত উল্লেখ্য প্রথম দিন থেকেই নেতা-মন্ত্রী, সরকারি আধিকারিক থেকে শুরু করে সবাই তাদের পাশে একদিন করে এসে নিজের হাতে রান্না করা খাবার বিতরণ করে গেছেন এবং মা্স্ক বিলি করেছেন, যেমন মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ-সভাপতি দেবু টুডু, সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

Related posts

দেখে নিন কোন ছটি শহর থেকে কলকাতায় আসবে না বিমান, সাময়িক নিষেধাজ্ঞা জারি

E Zero Point

মেমারি এবিটিএর পক্ষ থেকে আর্থিক অনুদান রেড ভলান্টিয়ার্সদের

E Zero Point

একটি মিষ্টির দাম ১৫০০ টাকা! মিষ্টির মেলা শুরু হয়েছে দোগাছিয়ায়

E Zero Point

মতামত দিন