জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৩০ জুলাই ২০২৪ :
বৃক্ষ ও প্রাণিকুল একে অপরের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণীদের বেঁচে থাকার প্রধান ও মূল উপকরণ হলো অক্সিজেন, যা বৃক্ষ থেকেই উৎপন্ন ও নির্গত হয়। প্রত্যেক নিঃশ্বাস-প্রশ্বাসে প্রাণিজগৎ কার্বন ডাই-অক্সাইড বর্জন করে। এটি এক ধরনের বিষাক্ত পদার্থ, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বৃক্ষ সেই দূষিত কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং প্রাণিকুলের বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন নিঃসরণ করে। বৃক্ষ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সভ্যতার আধুনিকরণের জন্য বৃক্ষ নিধনের ফলে মানুষ নিজেরই ক্ষতি করে চলেছে। তাই বৃক্ষরোপণের প্রতি মনোযোগী হওয়া এখন সময়ের দাবি।
সেই প্রয়োজনীয় দাবীকে সামনে রেখে মেমারি প্রেস ক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন হচ্ছে বৃক্ষরোপন ও পরিচর্যা কর্মসূচীর মাধ্যমে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ ব্লকের অন্তর্গত কুচুট অঞ্চলে মোহনপুর নওহাটি এস আর এস উচ্চ বিদ্যালয়ে মেমারি প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হল ‘সবুজের অভিযান’ শীর্ষক সেমিনার এবং বৃক্ষরোপন ও পরিচর্যা কর্মসূচি।
এদিন বিদ্যালয়ের সভা কক্ষে ছাত্র-ছাত্রীদের বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও পরিচর্যা বিষয়ক সেমিনার করা হয়। বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মেমারি প্রেস ক্লাবের সভাপতি নূর আহামেদ, সম্পাদক আনোয়ার আলি, সদস্যা অনন্যা সাঁতরা পাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবাজী রায়, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সেখ কেরামত আলি। উপস্থিত ছিলেন পরিচালন কমিটিক সদস্য রাকিব মন্ডল, মহিউদ্দিন খাঁন এবং মেমারি প্রেস ক্লাবের সহ সম্পাদক সুব্রত চক্রবর্তী, কোষাধ্যক্ষ সেখ সামিম, সদস্য মৃত্যুঞ্জয় যশ, সহিদুল ইসলাম, সঞ্জয় ব্যানার্জী, তহসিন হোসেন সরকার। সমগ্র সেমিনারটি সুচারুভাবে সঞ্চালনা করেন শিক্ষক শুভঙ্কর নন্দী।
সেমিনারের পর বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে ১০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয় । সেই সাথে পরিচর্যার জন্য বেড়া দেওয়ার ব্যাবস্থা করা হয়।
মেমারি প্রেস ক্লাবের এই কর্মসূচীকে সাধুবাদ জানিয়ে মোহনপুর নওহাটি এস আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবাজী রায় বলেন, বৈশ্বক উষ্ণতার কারণে আবহাওয়ার এই খামখেয়ালিপনার জন্য প্রকৃতির ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে ঠিক তেমনই প্রভাব পড়ছে মানুষের কর্মজীবনে। বৃক্ষরোপন ও পরিচর্যার বিষয়ে এই সেমিনারের ফলে স্কুলের ছাত্রছাত্রীরা অনেক বিষয় জানতে পারলো।
মোহনপুর নওহাটি এস আর এস উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সেখ কেরামত আলি বলেন গণমাধ্যমের সাংবাদিকরা তাদের সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মসূচীতে অংশগ্রহণ- সমাজ গঠনে পথ দেখাবে অদূর ভবিষ্যতে। ছাত্রছাত্রীরাও সেমিনার থেকে প্রাপ্ত জ্ঞান তাদের পরিবারের সাথে ভাগ করে নিয়ে বৃক্ষরোপন বিষয়ে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেবে।
মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্পাদক আনোয়ার আলি জানান, মানুষের প্রকৃত বন্ধু হল বৃক্ষ। তাই বৃক্ষ রোপন করলেই হবে না করতে হবে পরিচর্যা। তবেই কংক্রীটের জঙ্গলের পাশাপাশি আবার জন্ম নেবে সবুজের জঙ্গল। তিনি ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করেন এবার বন্ধুবান্ধবীর জন্মদিনে গাছ দেবে গিফ্ট হিসাবে আর যেমন বন্ধুর খোঁজখবর রাখো ঠিক তেমনই বছর ভর খোঁজ রাখবে গিফ্টের গাছটির পরিচর্যা হচ্ছে কীনা ।