18/09/2023 : 9:52 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

নাড়া পড়ানো বন্ধ করার জন্য মেমারিতে বিজ্ঞান মঞ্চের প্রচার

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ২ ডিসেম্বর, ২০২০:


বর্তমানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা কাজ চলছে। খড় জমিতে পড়ে থাকছে, আলু তাড়াতাড়ি বসানোর তাগিদে কৃষকরা ওই পড়ে থাকা খরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছেন। এতে জমির এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে সরকার বিভিন্ন ব্যানারে মাধ্যমে কিন্তু সেই প্রচার কোন প্রভাব ফেলতে পারেনি বলেই মেমারির পারিজাতনগর, কেন্না, দেহুরা, তক্তিপুর, দেবীপুর, বাগিলা, আমাদপুর, নিমো তথা আশেপাশে এলাকায় নাড়া পড়ানো চলছে অবাধেই।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সবসময়ই পরিবেশ সচেতনতার জন্য এক ধাপ এগিয়ে থাকে তাই বিজ্ঞান কর্মীরা এবার মাঠে নেমেছেন কৃষকদের সচেতন করার লক্ষ্যে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মেমারি শাখার বিজ্ঞানকর্মীরা মেমারির গ্রামে গ্রামে কৃষকদের বোঝাচ্ছেন।

পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রচার আহ্বানে সাড়া দিয়ে মেমারির কিছু চাষি নিজের ভুল বুঝতে পেরে নিজে থেকে জল দিয়ে ধানের নেড়া পোড়ানোর জন্য জমির আগুন নেভাতে, জল ঢেলেছেন মেমারিতে।

বর্তমান যান্ত্রিকসভ্যতার সুফল যেমন আছে ঠিক তেমনই কুফলও। তাই মানুষকেই বুঝতে হবে আগামী প্রজন্মকে কি মাটি দিয়ে গড়বেন তাদের ভবিষ্যৎ।

Related posts

মেমারিতে গ্রহরাজ মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান

E Zero Point

আমফানে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা প্রকাশ ও ক্ষতিপূরণের দাবিতে গোবরডাঙ্গা পৌরসভায় বামফ্রন্টের ডেপুটেশন

E Zero Point

মেমারিতে শিক্ষক দিবস পালন

E Zero Point

মতামত দিন