27/04/2024 : 7:25 AM
দক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

লকডাউনে থমকে থাকা বর্ধমান শহরকে নতুন করে সাজাবেনঃ রবিরঞ্জন চট্টোপাধ্যায়

বিশেষ প্রতিবেদনঃ এক সাংবাদিক বৈঠকে পূর্ব বর্ধমান দক্ষিণ বিধায়ক, তথা বিডিএ চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায় এর সাথে কথা বলে জানা গেল যে, গত চার মাস আগে অনেক কিছুই টেন্ডার পাস হয়েছিল , কিন্তু কাজ স্থগিত হয়ে পড়ে, লকডাউন এর কারনে, সব কাজই বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই তিন মাস ধরে রবিরঞ্জন চট্টোপাধ্যায় বর্ধমান এ আসতে পারেননি এই মহামারী করোনাভাইরাস কারণে এবং লকডাউন আটকে ছিলেন কলকাতায়, কিন্তু পুরোপুরি দায় দায়িত্ব দেওয়া ছিল পৌরসভার প্রাক্তন এম সি আই সি তথা প্রাক্তন কাউন্সিলর খোকন দাস কে, মানুষের যা যা সুবিধা অসুবিধা ছিল এই লক ডাউনের সময় পুরোপুরি পালন করলেন খোকন দাস। ওনার কথামতো খোকন দাস অনেকটাই ভালো কাজ করেছেন বলে জানিয়েছেন রবিরঞ্জন চট্টোপাধ্যায় এবং যা যা টেন্ডার আটকে ছিল, যা যা উন্নয়নে কাজকর্ম হবার কথা ছিল সবই আবার নতুন করে শুরু হলো, জানালেন আমাদের মুখোমুখি  বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় তথা বিডিএ চেয়ারম্যান, আবারো শহরকে নতুন করে সাজাবেন বলে জানিয়েছেন এবং বেশ কিছু জায়গায় সরকারী কাজকর্ম বন্ধ থাকার কারণে বিডিএ এর পক্ষ থেকে আবার নতুন করে মাঠে ময়দানে নেমে কাজ করাবেন বলে জানিয়েছেন।

বিডিএ চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায় জানান যে এই লক ডাউন এর সময় অন্য কোন রাজনৈতিক দলের নেতাদের দেখতে পাওয়া যায়নি তারা সবাই ঘরে ছিলেন কিন্তু এমন এক নেতাকে পেয়েছেন যার নাম খোকন দাস, ওনাকে পেয়ে আরো মনোবল বেড়েছে কাজ করার এবং সেই লকডাউন এর সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থেকে কাজ করেছেন খোকন দাস সেই কথা জানালেন বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়।

Related posts

মেমারি ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মাধ্যমিকে কৃতিদের সংবর্ধনা

E Zero Point

পূর্বস্থলীতে বিজেপির যুব মোর্চার মিছিল

E Zero Point

“আজাদি কা অমৃত মহৎসব” পালন মেমারি পাল্লারোডে

E Zero Point

মতামত দিন