25/04/2024 : 12:43 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় সর্বপ্রথম স্যানিটাইজার ট্যানেল

আলেক  শেখ, কালনা,  ১০ জুনঃ কালনা শহরে নিউ লাইফ নার্সিংহোম নামের  একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে  চালু হলো  স্যানিটাইজার ট্যানেল।    বুধবার এই ট্যানেলের  আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালনা মহকুমা হাসপাতালের ডাক্তার অর্জুন কুমার বাগ।  অভিজ্ঞ মহলের মতে এই যন্ত্র  ডাক্তার, নার্স, রোগী, রোগীর পরিবার এবং সমস্ত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেবে।  এই স্বাস্থ্য কেন্দ্রের কর্ণধার  নাসির উদ্দিন শেখ জানান– করোনা ভাইরাস মোকাবেলা করার জন্যই এই যন্ত্রটি বসানো হয়েছে।    স্বাস্থ্য কেন্দ্রের গেটে বসানো যন্ত্রটির মধ্য দিয়ে  হাঁটলে স্বয়ংক্রিয়ভাবে  সেই ব্যক্তি  স্যানিটাইজ হয়ে যাবেন।  এই উন্নত প্রযুক্তির যন্ত্রটি কালনা শহরে প্রথম বসায়  মানুষ খুবই  খুশি।

Related posts

পথশিশুদের মুখের হাসি দেখলেই দুর্গা উৎসবের আনন্দ পান

E Zero Point

বোলপুরের পাশাপাশি মনে করাচ্ছে মঙ্গলকোটের পুলিশ লকআপে সেই মৃত্যুর ঘটনা 

E Zero Point

পুকুরে জাল ফেলে টাকা উদ্ধার মেমারিতে

E Zero Point

মতামত দিন