24/04/2024 : 11:23 AM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

তৃণমূল-ছাত্রপরিষদের ভার্চুয়াল সভার প্রস্তুতি কাটোয়ায়

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়,কাটোয়া, ২৬ অগাষ্ট ২০২০:


“আমরা শক্তি আমরা বল,আমরা ছাত্রদল”
বিদ্রোহী কবির এই ভাবনার আলোকে বাংলার বুকে তৃণমূল ছাত্রপরিষদ নতুন উদ্যোমে পথ চলতে শুরু করেছে। আগামী ২৮শে আগষ্ট তৃণমূল-ছাত্রপরিষদের যে ভার্চুয়াল সভা তারই প্রস্তুতি শুরু হয়েছে সারা রাজ্যে। আজ পূর্ববর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের করুই ও পলসোনা অঞ্চলের ছাত্র-যুবরা একটি প্রস্তুতি সভায় যোগ দেয়। উপস্থিত ছিলেন কাটোয়া২নং ব্লকের তৃণমূল যুবসভাপতি অচিন্ত্য মন্ডল ,করুই তৃণমূল কংগ্রেসের অঞ্চল-সভাপতি সুকেশ চ্যাটার্জী সহ দুই অঞ্চলের তৃনমূল ছাত্র-পরিষদের সভাপতি ও যুব সভাপতিগন।
পলসোনা অঞ্চলের তৃণমূলের যুব সভাপতি বংশীধর ঘোষ বলেন,”বর্তমান ভারতবর্ষে বিজেপির নির্মম শাসনে মানবিক মূল্যবোধ তলানিতে ঠেকেছে,অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে। তাই আমরা ছাত্র-যুব আমাদের নের্তৃর আদর্শ মেনে দেশের বুকে মানবিক মূল্যবোধ ও অর্থনৈতিক নিরাপত্তা ফিরিয়ে আনার শপথ নিচ্ছি।” দুটি অঞ্চলের প্রায় ১oo ছাত্র-যুবো এই প্রস্তুতি সভায় যোগদান করে।

Related posts

ভবঘুরের মৃতদেহ উদ্ধার

E Zero Point

জামালপুরের দুয়ারে দুয়ারে মেহেমুদ খাঁন

E Zero Point

বেহাল জল নিকাশি ব্যবস্থা, পথ অবরোধে বর্ধমানের চাষীরা

E Zero Point

মতামত দিন