07/05/2025 : 1:32 AM
ট্রেন্ডিং নিউজ

অফবিটঃ রবিবাসরীয় বাঙালির পাতে খুশির হাওয়া

স্টাফ রিপোর্টার, পাণ্ডুয়াঃ গত ১৪ই জুন, রবিবার পান্ডুয়ার সব মাংসের দোকানে খাসির মাংস ৫০০/- থেকে ৫৫০/- টাকা দরে বিক্রি হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য লকডাউন ও আম্ফান প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে পান্ডুয়া তেলিপাড়া মোড়ের এক ব্যবসাদার ৫০০/- টাকা কেজি খাসির মাংস বিক্রি করতে শুরু করেন, যখন অন্যান্য দোকানে মাংসের দাম ছিল ৬৫০/-টাকা । এরপর থেকেই এলাকার বিভিন্ন দোকানে ক্রমান্বয়ে খাসির মাংসের দাম কমতে শুরু করে। এরপর আজ রবিবাসরীয় বাজারে এলাকার সব খাসির মাংসের দোকানে গড় দাম ৫০০ থেকে ৫৫০/-টাকার মধ্যে। ব্যবসায় কম্পিটিশান হয়ত একেই বলে । তবে যাই হোক, এলাকার সাধারণ মানুষ এতে বেশ খুশি।

খবর নিয়ে জানা গেল এই দাম শুধু পাণ্ডুয়াতেই নয় সমগ্র হুগলি জেলা ও পার্শবর্তী পূর্ব বর্ধমান জেলাতেও একই পরিস্থিতি। মেমারি শহরে তো রীতিমত মাইকিং করে প্রচার করা হচ্ছে মাংসের দাম।

Related posts

নতুন বছরে কিছু মোবাইলে চলবে না হোয়াটসঅ্যাপ, কিন্তু কেন?

E Zero Point

শিখে নিন কীভাবে করা হয় সূর্য নমস্কার

E Zero Point

বৃষ্টিহীন গ্রাম – যেখানে মেঘ জমলেও বৃষ্টি হয় না

E Zero Point

মতামত দিন