17/05/2024 : 7:49 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদান শিবির বর্ধমানে

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ গত রবিবার ছিল বিশ্ব রক্তদাতা দিবস। সেই রক্তদাতা দিবসে বর্ধমান দক্ষিন দামোদর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে পূর্ব বর্ধমানের পলিমপুর পল্লিমঙ্গল সাউথ পয়েন্ট স্কুল প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় । উদ্যোগতাদের পক্ষ থেকে জানানো হয় যে, সারা দেশ জুড়ে যেভাবে রক্তের সংকট দেখা দিয়েছে ব্লাড ব‍্যাঙ্কগুলোতে তাই রক্তের চাহিদা মেটাতে এই উদ‍্যোগ গ্রহণ করেছে। প্রায় ৫০ জন রক্তদাতা এই দিন রক্তদান করেন। উক্ত রক্ত সংগ্ৰহ করলেন কলকাতার কোটারি সেন্টার ব্লাড ব‍্যাঙ্ক ।   রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমানের কেন্দ্রীয় সংশোধনাগারে ডি আই জি নবীন কুমার সাহা, বর্ধমান ১নম্বর ব্লকের জয়হিন্দ বাহিনীর চেয়ারম‍্যান তথা সমাজসেবী সেখ হালিম, সমাজসেবী সফিকুল ইসলাম সহ অনান‍্য বিশিষ্টজনেরা।

Related posts

হাইওয়ে সম্প্রসারনের ফলে সমস্যায় মেমারির আদিবাসী গ্রামঃ মেমারি থানায় আদিবাসীদের জমায়েত

E Zero Point

গোষ্ঠীদ্বন্দ্বের ফলে জায়গা বিবাদঃ মেমারিতে আটকে জলপ্রকল্পঃ শীঘ্রই সমস্যার সমাধান করা হবে বললেন বিডিও

E Zero Point

ভাঁওতা নয় উন্নয়ন ও জনসংযোগ হলো আসন্ন ভোটে আমাদের হাতিয়ারঃ তৃণমূল মুখপাত্র প্রসেনজিত দাস

E Zero Point

মতামত দিন